১৪ হাজার পেরিয়ে গেল রাজ্যের দৈনিক সংক্রমণ, শুধু কলকাতাতেই আক্রান্ত ৬,১৭০

Spread the love

সংক্রমণের সুনামি বাংলায়। বিশেষজ্ঞদের অশনি সংকেত সত্যি করে রাজ্যে ‘কোভিড বিস্ফোরণ’। এক লাফে ফের অনেকটা বাড়ল রাজ্যের কোভিড সংক্রমণ। ১৪ হাজারের ঘরে রাজ্যের দৈনিক সংক্রমণ গ্রাফ। ভয় ধরাচ্ছে কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ বেশ কয়েকটি জেলা।

বুধবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২২ জন। যা নিয়ে এদিন অবধি মোট ১৬ লাখ ৭৮ হাজার ৩২৩ জন মারণ ভাইরাসে আক্রান্ত হলেন। জানা গিয়েছে, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের মোট সংখ্যা ৩৩ হাজার ০৪২। নমুনা পরীক্ষা হয়েছিল ৬০ হাজার ৫১১ জনের। এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটির হার ২৩.১৭ শতাংশ। এদিকে রাজ্যে কোভিড মৃত্যুর সংখ্যা ১৭। এদিনের হিসাব অনুযায়ী, রাজ্যে মোট কোভিড মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ৮২৭। এদিকে সুস্থ হয়েছেন ছয় হাজার ৪৩৮ জন। যা নিয়ে এদিন অবধি মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ২৫ হাজার ৪৫৪ জন।

দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। এদিন শুধুমাত্র কলকাতায় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ১৭০। আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্তের সংখ্যা এক হাজার ২৫৪০। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ৬৯৮ জন। দক্ষিণ ২৪ পরগনায় ৫২৫ জন আক্রান্ত হয়েছেন। হুগলিতে ৬৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*