করোনা আক্রান্ত কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল

Spread the love

এবার করোনার কোপে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। জানা গিয়েছে, বুধবার লালবাজারে এলেও বৃহস্পতিবার তিনি বাড়ি থেকেই নিজের দায়িত্ব পালন করছেন। মৃদু উপসর্গ থাকার জন্য তিনি নমুনা পরীক্ষা করান। আর তারপরেই রেজাল্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

এখনও পর্যন্ত কলকাতা পুলিশের ১২৬ জনেরও বেশি কর্মী করোনা আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। এদের মধ্যে যে শুধু উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এমনটা নয়। আক্রান্তদের তালিকায় রয়েছেন বিভিন্ন থানার অফিসার ইনচার্জ থেকে শুরু করে সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবল পদমর্যাদার পুলিশ কর্মীরাও।

ইতিমধ্যেই করোনার কবলে পড়েছেন কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাগারিয়া, ডিসি-পোর্ট আর জাফর আজমল কিদওয়াই, যুগ্ম নগরপাল ট্রাফিক সন্তোষ পান্ডে, ডিসি ট্রাফিক অরিজিত সিনহা, ডিসিডিডি স্পেশাল দেবস্মিতা দাস-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

তাঁরা প্রত্যেকেই আইসোলেশনে রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। কলকাতা পুলিশের নগরপালের পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারও ৷ বিধাননগর কমিশনারেটে এখনও পর্যন্ত মোট ১০ জন পুলিশ কর্মী করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*