করোনা আক্রান্ত সুপ্রিম কোর্টের চার বিচারপতি, কোয়ারান্টিনে ১৫০ কর্মী

Spread the love

দেশে প্রতিদিনই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ৷ শেষ ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই দেড় লক্ষ ছাড়িয়েছে ৷ বৃহস্পতিবারই করোনা আক্রান্ত হয়েছিলেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ৷ এবার সেই সংখ্যা চারজনে পৌঁছাল ৷ একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের প্রায় ১৫০ কর্মচারী হয় করোনা আক্রান্ত নয়তো কোয়ারান্টিনে রয়েছেন ৷ প্রসঙ্গত আদালতের সংক্রমিতের হার বিচার করতে গেলে দেখা যাবে প্রায় ১২.৫ শতাংশ মানুষই আক্রান্ত হয়ে পড়েছেন ৷ যা পরবর্তী ক্ষেত্রে আরও মারাত্মক হয়ে উঠতে পারে ৷

সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার বিচারপতি আর সুভাষ রেড্ডির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সমস্ত বিচারপতি ৷ তাঁদের একজনই ছিলেন জ্বরে আক্রান্ত ৷ পরে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে ৷ প্রায় একবছর ধরে ভার্চুয়ালি কাজ চালানোর পর গত অক্টোবরেই ফের একবার নতুন করে সশরীরে আদালতে আসতে শুরু করেছিলেন বিচারপতিরা ৷

কিন্তু বৃহস্পতিবার দুই বিচারপতির করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পরেই জরুরি বৈঠকে বসেন প্রধান বিচারপতি এন ভি রামানা ৷ তিনি জানান, পরিস্থিতির কথা মাথায় রেখে চার থেকে ছয় সপ্তাহ আগের মতই ভার্চুয়ালি চলবে আদালত ৷ শুধুমাত্র ভীষণ জরুরি হিসেবে উল্লেখিত কেস, নতুন মামলা, জামিন সংক্রান্ত মামলা, স্থগিত সংক্রান্ত মামলা, আটকের মামলা এবং নির্দিষ্ট তারিখের বিষয়গুলি 10 জানুয়ারি থেকে আগামী নোটিশ না পাওয়া পর্যন্ত আদালতের সামনে নথিভুক্ত করতে হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*