আর্যতীর্থ:
তুমি বলেছিলে চণ্ডালকে বলতে ভাই
সন্ন্যাসী, আমরা তাকে দিয়েছি সংরক্ষণ,
নিচুকে উঁচুতে আনার বিষম ভণিতায়,
টিকিয়ে রেখেছি দেখো জাতি বিভাজন।
বেঁধে রেখেছি তাকে শতকরা হিসেবে,
মেধা যেন ডুবে যায়, জেগে থাকে কোটা,
তাই বলে সমাজে সে উঠেছে ভেবোনা,
উঁচু নিচু প্রেম হলে আজও বন্দুক, লাঠিসোটা।
বাতাসে এখনো গাঢ় হয়ে আছে জাতপাত কটুগন্ধ,
তোমার ভারত এখনো জাগেনি, সন্ন্যাসী বিবেকানন্দ।
সীতা সাবিত্রী ছোটোপর্দাতে পেয়েছেন ঠাঁই
তবু সন্ন্যাসী, পাল্টালো কই ভাবনা ধরন,
ভারত এখনো নির্ভয়াতে নির্বিকার,
যাজ্ঞসেনীর খুলে আম চলে বস্ত্রহরণ।
আশুতোষ নন, অধুনা প্রধান দেবতা কুবের
বিনিপয়সায় কুটোটি নাড়তে নারাজ সবাই
শিবকে নিইনি, ধর্মে ছড়াই কালকূট বিষ
দেশের শরীরে মাখিয়ে চলেছি শ্মশানের ছাই।
বুঝিনা সত্যি নিদ্রাতে দেশ নাকি ঠুলি দিয়ে চোখ বন্ধ,
তোমার ভারত এখনো জাগেনি সন্ন্যাসী বিবেকানন্দ।
Be the first to comment