কোভিড সংক্রমণে বাংলায় সর্বকালীন রেকর্ড! একদিনে আক্রান্ত ২৪ হাজার পার

Spread the love

দৈনিক কোভিড আক্রান্তের নিরিখে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের পরিসংখ্যান ছাপিয়ে গেল রবিবার। করোনা সংক্রমণে সর্বকালীন রেকর্ড। বাংলায় একদিনে আক্রান্ত ২৪ হাজারের বেশি মানুষ। রাজ্য স্বাস্থ্য দফতরের এদিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। শনিবার সংখ্যাটা ছিল ১৮ হাজার ৮০২ জন। এর আগে বাংলার কোভিড সংক্রমণ ২০ হাজারের গণ্ডি পেরলেও এই প্রথম গ্রাফ পেরল ২৪ হাজারের গণ্ডি। রাজ্যে এই মুহূর্তে পজিটিভিটি রেট ৩৩.৮৯ শতাংশ। শনিবার যা ছিল ২৯.৬০ শতাংশ। সংক্রমণের তালিকায় শীর্ষে সেই কলকাতা। গত ২৪ ঘণ্টায় শহরে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭১২।

স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৭১ হাজার ৬৬৪ জনের। যার মধ্যে অধিকাংশ পিজিটিভ কলকাতার বাসিন্দা। সমস্ত জেলার মধ্যেও পজিটিভিটি রেটে শীর্ষে কলকাতা। শহরে সংক্রমণের হার ৪১.৯৩ শতাংশ। এরপরই রয়েছে বীরভূম, হাওড়া, হুগলী এবং পশ্চিম বর্ধমান। সেখানে সংক্রণের হার যথাক্রমে ৩৯.৭২, ৩৯.৬১, ৩৮.০১ এবং ৩৫.২৬।

অন্যদিকে, একদিনে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, ১৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮২১৩ জন। রাজ্যে সুস্থতার হার ৯৪.৪২ শতাংশ।

উল্লেখ্য, দেশের কোভিড গ্রাফও ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন। যা শনিবারের তুলনায় ১২ শতাংশ বেশি। একদিনে দেশে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। দেশের এই দৈনিক পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৮৬৩ জন। দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেটও অত্যন্ত বেশি। দৈনিক সংক্রমণ বেড়ে দাঁড়াল ১০.২১ শতাংশে।

মোট ২৭ রাজ্যে ছড়াল ওমিক্রন। করোনার এই নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬২৩। তালিকার শীর্ষে মহারাষ্ট্র। সেখানে হাজার ছাড়াল সংক্রমণ। এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ১০০৯ জন। এরপরই তালিকায় রয়েছে দিল্লি। রাজধানীতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫১৩। পশ্চিমবঙ্গে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা ২৭। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১০ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*