পাঁচ রাজ্যে ভোট স্থগিত রাখা হোক, ৩১% দেশবাসীর দাবী

Spread the love

ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই একটি অনলাইন সমীক্ষায় উঠে এসেছে দেশবাসীর মতামত। সমস্ত রকম রাজনৈতিক প্রচারস‌ভা বা র‌্যালির উপরে নিষেধাজ্ঞা চান ৪১ শতাংশ মানুষ এমনই এক সমীক্ষায় উঠে এসেছে।

অন্তত ৩১ শতাংশের দাবি, পাঁচ রাজ্যে ভোট স্থগিত রাখা হোক। তা না-হলে পরিস্থিতি আরও গুরুতর হবে বলেই তাঁরা মনে করেন।

সংক্রমণের কথা মাথায় রেখে ১৫ জানুয়ারি পর্যন্ত সব ধরনের পথসভা, জনসভা, মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভিড় এড়াতে বুথের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশের ৩০৯টি জেলা থেকে ১১ হাজারের বেশি মানুষ ওই সমীক্ষায় অংশ নিয়েছেন। তার মধ্যে ৬৮ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ মহিলা। ভোট হতে যাওয়া পাঁচ রাজ্যের ৪১৭২ জন মতামত জানিয়েছেন। তাতে ২৪ শতাংশের মত, জনসভা বন্ধ থাক। তবে ভোট হোক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*