আদালতে ধাক্কা অস্ট্রেলিয়া সরকারের, জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত খারিজ

Spread the love

কেরিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে বছরের প্রথমে অস্ট্রেলিয়ান ওপেনকেই পাখির চোখ করেছিলেন সার্বিয়ান টেনিস-তারকা ৷ কিন্তু শুরুতেই ছন্দপতন ৷ কোর্টে নামার আগেই বিতর্কে জড়িয়েছেন জোকার ৷ মারণভাইরাসের টিকা না নেওয়ায় জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স ৷ তার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ৷ সেই মামলার রায়ে মেলবোর্নের আদালত জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দিল ৷ এমনকি ৩০ মিনিটের মধ্যে তাঁকে হোটেল থেকে ছেড়ে দেওয়ারও নির্দেশ দেয় আদালত।

ফেডারেল সার্কিট কোর্টের বিচারক অ্যান্টনি কেলির এই সিদ্ধান্তের পরে অস্ট্রেলীয় ওপেনে নামতে কোনও বাধা রইল না জোকারের ৷ ফলে অস্ট্রেলিয়ান ওপেনেই ইতিহাস সৃষ্টির সুযোগ রইল সার্বিয়ান টেনিস তারকার কাছে ৷

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে বুধবার মধ্যরাতে মেলবোর্নে নামেন জকোভিচ ৷ ভ্যাকসিনের দুটি ডোজ না-নেওয়ায় তাঁকে বিমানবন্দরে আটকায় বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ করোনার টিকা না নিয়ে দুটি বিশেষ মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র নিয়ে টুর্নামেন্টে নামার কথা ছিল বিশ্বের এক নম্বর টেনিস তারকার ৷ জকোভিচ জানিয়েছিলেন, গত মাসে করোনয় সংক্রামিত হওয়ায় তাঁর এখনই টিকা নেওয়ার প্রয়োজন নেই কারণ, অস্ট্রেলিয়ান মেডিকেল কর্তৃপক্ষের নির্দেশিকায় বলা হয়েছে, গত ছ’মাসের মধ্য়ে করোনা আক্রান্ত ব্যক্তিদের টিকা না নেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*