আক্রান্তের সংখ্যা কমলেও বাড়লো সংক্রমণের হার

Spread the love

রবিবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা সব রেকর্ড ভেঙেছিল। ২৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছিল। আজ, সোমবার রাজ্যে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমলো। কিন্তু তাতে স্বস্তির কোনও বার্তা নেই। কারণ রাজ্যে পরীক্ষাও কম হয়েছে এদিন। গতকালের থেকে প্রায় ২০ হাজার কম। ফলে সংক্রমণের হার কিন্তু আরও বেড়েছে। সংক্রমণের হার এদিন বেড়ে দাঁড়াল ৩৭.‌৩২ শতাংশ। গত এক দিনে রাজ্যে মারা গিয়েছেন ১৬ জন। 

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হলেন ১৯ হাজার ২৮৬ জন। এর ফলে রাজ্যে এখন পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭ লক্ষ ৭৪ হাজার ৩৩২। গত এক দিনে রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ১৬ জন। সক্রিয় রোগীর সংখ্যা আগের দিনের থেকে বেড়েছে ১১ হাজার ৮৩। রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা ৮৯ হাজার ১৯৪। 

রাজ্যে এখন সুস্থতার হার ৯৩.‌৮৫ শতাংশ। এই সুস্থতার হার কিন্তু ধীরে ধীরে কমছে। তবে মৃত্যুর হার অনেকটাই কম। এদিন মৃত্যুর হার ১.‌১২ শতাংশ। এদিন ৫১ হাজার ৬৭৫টি নমুনা পরীক্ষা হয়েছে। আর এদিন টিকা পেয়েছেন গোটা রাজ্যে ৬৮ হাজার ২০৩ জন।

সংক্রমণের নিরিখে যথারীতি শীর্ষে সেই কলকাতা। গত এক দিনে সেখানে নতুন করে আক্রান্ত ৫ হাজার ৫৫৬ জন। এর পরেই উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে আক্রান্ত ৪ হাজার ২৯৭ জন। হাওড়া, হুগলিতে দৈনিক আক্রান্তের সংখ্যা রবিবারের তুলনায় কমেছে। হাওড়া ও হুগলিতে নতুন করে সংক্রমিত যথাক্রমে ১ হাজার ৬২৫ জন ও ৯৩৪ জন। তবে দক্ষিণ ২৪ পরগনায় বেড়েছে। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৫ জন। 

পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বাড়ল দৈনিক সংক্রমণ। দার্জিলিংয়ে ক্রমশ বাড়ছে সংক্রমণ। গত এক দিনে সেখানে আক্রান্ত ৩৮২ জন। পাহাড়ি শহর কালিম্পঙেও নতুন করে আক্রান্ত ৪০ জন।  মৃত্যুর নিরিখেও শীর্ষে কলকাতা। সেখানে গত এক দিনে মারা গিয়েছেন চার জন কোভিড রোগী। দক্ষিণ ২৪ পরগনায় মৃত তিন জন। উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে দু’‌জন করে মারা গিয়েছন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৯১৭ জনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*