প্রথম দিন কলকাতায় ৩৯৭১ জনকে করোনা টিকার বুস্টার ডোজ

Spread the love

সারা দেশের সঙ্গে কলকাতায় সোমবার থেকে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার কাজ। প্রথম দিনে শহরে ৩৯৭১ জন এই বুস্টার ডোজ নিলেন। কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অতীন ঘোষ একথা জানান। এই ডোজ মূলত যাঁরা ষাটোর্ধ্ব, কোমর্বিডিটি আছে এমন ব্যাক্তিদের দেওয়া হচ্ছে ৷ তাছাড়া এই ডোজের আওতায় রয়েছেন প্রথমসারির যোদ্ধা – যেমন পৌরকর্মী, পুলিশ, স্বাস্থ্যকর্মীরা ৷ করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস অতিক্রান্ত হয়েছে, এমন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

অন্যদিকে কলকাতায় ১৫ থেকে ১৮ বছর বয়সী টিকা নিয়েছে এখন পর্যন্ত সংখ্যা ৪১২৪৪। শিয়ালদহ স্টেশন, বাবুঘাটে দু’টি শিবিরে গঙ্গাসাগর যাত্রীদের করোনা পরীক্ষা কেন্দ্রে ৩৫ জন পজিটিভ হয়েছেন। তিন শিবিরে ২৪ জন হোম আইসোলেশনে রয়েছেন। ১১ জনকে সেফ হোমে পাঠিয়েছে কলকাতা পৌরনিগম।

৮, ৯ ও ১০ নম্বর এই ৩টি বরো এলাকায় করোনা সংক্রমণ ভালমাত্রায় হয়েছে। অতীন ঘোষ জানান, শহরে এখন পর্যন্ত বহুতলগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি। বস্তি এলাকা তেমন ভাবে সংক্রমণের থাবা পড়েনি কারণ, সেফ হোমগুলো খালি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*