হাতে আর খুব বেশি সময় নেই। আগামী সেপ্টেম্বর মাস থেকেই বসতে চলেছে এশিয়ান গেমসের আসর। আর এই টুর্নামেন্টের ডেপুটি শেফ ডি মিশন পদে বসানো হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে।
এই মর্মে মঙ্গলবারই স্বপনবাবুকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানেই এই কথাটি জানানো হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ১৯তম এশিয়ান গেমসের আসর চিনের হানঝাউয়ে বসতে চলেছে।
আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে টুর্নামেন্টের শেফ ডি মিশন পদে রয়েছেন উসু অ্য়াসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ভুপেন্দর সিং বাজওয়া। তবে এই ডেপুটি পদে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায় একা নেই। রয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব অজয় কুমার সিংহানিয়া। গোয়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব গুরুদত্ত ভক্ত এবং ভারতীয় নেটবল ফেডারেশনের বোর্ড সদস্য হরিওম কৌশিক।
এশিয়ান গেমসের পাশাপাশি আসন্ন কমনওয়েলথ গেমসের জন্যও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকেশ আনন্দকে শেফ ডি মিশন পদে বসানো হয়েছে। উল্লেখ্য আগামী ২৮ জুলাই থেকে বার্মিংহামে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। চলবে ৮ অগাস্ট পর্যন্ত।
পাশাপাশি আসন্ন কমনওয়েলথ গেমসের জেনারেল টিম ম্যানেজারদের নাম ঘোষণা করলেন IOA প্রেসিডেন্ট নরেন্দ্র ধ্রুব বাটরা। এই টুর্নামেন্টের টিম ম্যানেজার হিসেবে থাকবেন হিমাচল প্রদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব তথা ভারতীয় বক্সিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট রাজেশ ভাণ্ডারী, মেঘালয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব তথা ভারতীয় টেবিল টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট চিরঞ্জীব চৌধুরী এবং ভারতীয় কায়াক এবং ক্যানোয় অ্যাসোসিয়েশনের সাধারণ সচিব প্রশান্ত কুশওয়াহা।
গতবার এশিয়ান চ্যাম্পিয়নশিপে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল ভারতীয় দল। ১৫টি সোনার পদক সহ মোট ৬৯টি পদক জয় করেছিল। পাশাপাশি ২০২১-য়ে টোকিয়ো অলিম্পিক্সেও ভারত যথেষ্ট ভালো পারফরম্যান্স করে। এবারও তেমনই পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।
আসন্ন এশিয়ান গেমসের কাজকর্ম বুঝে নেওয়ার জন্য স্বপনবাবুকে ইতিমধ্যেই অনুরোধ করা হয়েছে। পাশাপাশি তাঁকে প্রয়োজনীয় কাগজপত্রও বুঝে নিতে বলা হয়েছে ওই চিঠিতে। স্বপন বন্দ্যোপাধ্যায় নিজেও আপাতত এই টুর্নামেন্টের দিকে তাকিয়ে রয়েছেন।
Be the first to comment