উত্তরবঙ্গে উল্টে গেলো বিকানের এক্সপ্রেস! মৃত কমপক্ষে ৫, আহত শতাধিক

Spread the love

রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একাধিক মৃত্যুর আশঙ্কা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকালে জলপাইগুড়ি থেকে গৌহাটি যাওয়ার পথে ময়নাগুড়ির কাছে বিকানের এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। বিকেল নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা হয়। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন আরএম দিলীপ কুমার সি। জানা গিয়েছে, দোহামনিতে গৌহাটি বিকানের এক্সপ্রেস হঠাৎ এমনভাবে ব্রেক কষে যে একটি বগির সঙ্গে অন্য বগির সংঘর্ষ হয়। প্রায় দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। দুর্ঘটনায় একটি বগির উপর একটি বগি উঠে যায়। মোট চারটি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর। কিন্তু কী কারণে ব্রেক কষতে হল তা এখনও জানা যায়নি। ঘটনায় ইতিমধ্যে খোঁজ শুরু করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময় ট্রেন দুর্ঘটনার খবর তাঁর কাছে পৌঁছয়। তৎক্ষণাৎ বৈঠকের মধ্যেই প্রশাসনিক আধিকারিকদের খোঁজ নেওয়ার কথা বলেন তিনি।

দুর্ঘটনায় কমপক্ষে জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা, দমকল বাহিনী। শুরু হয়েছে উদ্ধারের কাজ। যদিও হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। এমারজেন্সি কন্ট্রোল রুম খোলা হয়েছে দুটি গুরুত্বপূর্ণ স্টেশনে। তার হেল্পলাইন নম্বর ৯০০২০৪১৯৫১, ৯০০২০৪১৯৫৫ এবং ৯০০২০৪১৯৫২, ০৬৪৫২২৩০৬৯২। প্রতিবন্ধকতার মধ্যে চলছে উদ্ধারকাজ। হাসপাতালের ব্ল্যাডব্যাঙ্ক ঠিক রাখা এবং ডাক্তারদের তৈরি করা রাখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*