দীর্ঘদিন ধরেই ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনের দিন বিভিন্ন মহল থেকে জাতীয় ছুটির ঘোষণা দাবি উঠেছিল। এখনও অবধি সেই দাবিকে মান্যতা না দিলেও নেতাজি সুভাষের সম্মানে নতুন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এখন থেকে প্রত্যেক বছর ২৩ জানুয়ারি থেকেই দেশে প্রজাতন্ত্র দিবস উদযাপন শুরু হবে। এতদিন ধরে ২৪ জানুযারি থেকে উদযাপন শুরু হয়ে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন উদযাপন শেষ হত। সেই নিয়মেই এবার বদল আনছে কেন্দ্র।
সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের ইতিহাস ও সংস্কৃতিকে প্রাধান্য দেওয়ার যে কথা বলে থাকেন, তার অঙ্গ হিসেবেই নতুন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরই নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তীতে এই বিশেষ দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্র। নেতাজিকে শ্রদ্ধা জানাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সাম্প্রতিক বছরগুলিতে, কেন্দ্র তাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব স্মরণ করার জন্য বেশ কয়েকটি তারিখ চিহ্নিত করেছে। ১৪ আগস্ট – দেশভাগের ভয়াবহ স্মৃতি দিবস, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন ৩১ অক্টোবর জাতীয় ঐক্য দিবস, বিরসা মুন্ডার জন্মদিন ১৫ নভেম্বর জনজাতীয় গৌরব দিবস, ২৬ নভেম্বর সংবিধান দিবস এবং ২৬ ডিসেম্বর বীর বাল দিবস।
Be the first to comment