লটারিতে ১ কোটি টাকা পেয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একটি বেসরকারি লটারি এজেন্সি অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে এমনই পোস্ট করেছে। যদিও, এটা সত্য নয় বলে দাবি করেন অনুব্রত মণ্ডল।
বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসাবে পরিচিত অনুব্রত মণ্ডল। তাঁর যে কোনও বিষয়ই সংবাদ শিরোনামে উঠে আসে ৷ সেই অনুব্রত মণ্ডল নাকি লটারিতে ১ কোটি টাকা প্রথম পুরস্কার জিতে নিয়েছেন ৷ একটি বেসরকারি লটারি এজেন্সি তাদের ইউটিউব চ্যানেল-সহ বিভিন্ন সোশ্যাল সাইটে এমনই একটি পোস্ট করেছে ৷ সেই পোস্ট অনুব্রত মণ্ডলের ছবিও দেওয়া আছে ৷
যে অনুব্রত মণ্ডলের সম্পত্তির পরিমাণ নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন বিরোধী নেতারা ৷ সম্পত্তির উৎস নিয়ে তদন্তের দাবিও তোলা হয়েছে ৷ সেই অনুব্রত মণ্ডল লটারিতে ১ কোটি টাকা জিতেছে । এমনটা শুনেও তাজ্জব বনে যাচ্ছেন অনেকে ৷
ইতিমধ্যে এই নিয়ে স্যোশাল মিডিয়ায় ব্যঙ্গের ঝড়ও উঠেছে । যদিও, গত বছরের ৭ ডিসেম্বর এই টাকা পেয়েছেন অনুব্রত, এমনই লটারি এজেন্সির পোস্টে উল্লেখ রয়েছে ৷ বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “মিথ্যা রটনা । কেউ একটা রটিয়ে দিয়েছে ৷”
Be the first to comment