উত্তরপ্রদেশে ভোটের লড়াইয়ে মমতাকে চায় সমাজবাদী পার্টি, অখিলেশের ‘দূতে’র সঙ্গে বৈঠক কালীঘাটে

Spread the love

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে বিরাট জয় তৃণমূলের। আর তারপর থেকেই জাতীয় স্তরে নরেন্দ্র মোদির বিকল্প মুখ হিসেবে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এবার উত্তরপ্রদেশের ভোটে সেই বিজেপির বিরুদ্ধে এই ফ্যাক্টরকেই কাজে লাগাতে চাইছে সমাজবাদী পার্টি। আর তাই যৌথভাবে লড়াইয়ের প্রস্তাব জানাতে অখিলেশ যাদবের দূত হয়ে কলকাতায় হাজির কিরণময় নন্দ। মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি।

১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার ভোট। তার আগে বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট করাই পাখির চোখ সমাজবাদী পার্টির। যোগী সরকারকে ধরাশায়ী করতে পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব এবার হাত ধরতে চলেছেন তৃণমূল কংগ্রেসের। আর এই নিয়েই আগামিকাল বিকেল সাড়ে ৪টেয় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসবেন কিরণময় নন্দ। যার জন্য আজই তিনি কলকাতা পৌঁছে গিয়েছেন। শোনা যাচ্ছে বৈঠকের পর এককভাবে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন তিনি।

কিরণময় নন্দ জানান, উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে যৌথভাবে লড়াই করতে চায় সপা ও তৃণমূল। অন্তত অখিলেশ যাদব সেই ইচ্ছাই প্রকাশ করেছেন। রাম রাজ্যের নির্বাচনে তৃণমূল কোনও প্রার্থী না দিলেও সমাজবাদী পার্টিকে পূর্ণ সমর্থন জানাবে তৃণমূল। এমনকী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবের যৌথ সাংবাদিক বৈঠক করার পরিকল্পনাও রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*