বাংলায় হারের জ্বালাতেই নেতাজিকে নিয়ে রাজনীতি বিজেপির, জাগোবাংলায় তোপ তৃণমূলের

Spread the love

সাধারণতন্ত্র দিবসের প্যারেডে নেতাজির ট্যাবলো বাতিল নিয়ে বিজেপিকে সরাসরি আক্রমণ করল তৃণমূল কংগ্রেস ৷ কেন্দ্রের শাসক দলকে ‘নির্লজ্জ‘ বলেও কটাক্ষ করেছে ঘাসফুল শিবির ৷ মঙ্গলবার বাংলার শাসক দলের মুখপত্রে এই সমালোচনা করা হয়েছে ৷

এদিন তৃণমূলের মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয় প্রতিবেদনের শিরোনাম, ‘নির্লজ্জ বিজেপি’ ৷ সেখানে অভিযোগ করা হয়েছে যে নেতাজির ট্যাবলো নিয়ে রাজনীতি শুরু করেছে বিজেপি ৷ তার কারণ, বাংলায় বিধানসভা ভোটে হেরে গিয়েছে বিজেপি ৷ সেই হারের জ্বালা থেকেই এই চক্রান্ত করা হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, এবার নয়াদিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে বাংলা থেকে নেতাজির ট্যাবলো দেওয়ার প্রস্তাব দেওয়া হয় ৷ সেই ট্যাবলো কেন্দ্রের তরফে বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ এই নিয়ে আগেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই নিয়ে চিঠিও লিখেছেন ৷

তার পর বিজেপির বিরুদ্ধেও এই ইস্যুতে সরব হল তৃণমূল কংগ্রেস ৷ তাদের অভিযোগ, বাংলার ট্যাবলো কেন বাদ গেল, তা নিয়ে কোনও কারণ দেখানো হয়নি ৷ অথচ প্রতিরক্ষামন্ত্রক নিজেরাই নেতাজির ট্যাবলো প্রদর্শন করতে চলেছে ৷ কেন্দ্রের এই পদক্ষেপকে বাংলার বিরুদ্ধে চক্রান্ত বলেই তুলে ধরা হয়েছে জাগোবাংলার ওই সম্পাদকীয় প্রতিবেদনে ৷

তৃণমূলের দাবি, বাংলা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য ৷ সেই কারণেই বিজেপির সরকার এই চক্রান্ত করল ৷ কিন্তু বাংলার মানুষ এর জবাব দেবে ৷ কারণ, বাংলার সম্মানে কেউ আঘাত করলে তখন সবাই রাজনীতি ভুলে এক হয়ে যান ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*