অন্বেষা বোস, বয়স ১৩। দক্ষিণেশ্বরে একটি ইংরাজি মাধ্যমে ক্লাস সেভেনে পড়ে। যে বয়সে ছেলে-মেয়েরা বিভিন্ন ধরনের বই পড়ে, কবিতা মুখস্থ করে, সেই বয়সে অন্বেষা লিখে ফেলেছে ৩৬০ খানা কবিতা। কবিতা লিখে শুধু যে তার শিক্ষক বা পরিচিতজনের কাছে প্রশংসা পেয়েছে তাই নয়, তার কবিতাগুলি একটি বই আকারেও প্রকাশিত হয়েছে। অন্বেষা সংক্ষেপে অ্যানির লেখা কবিতার বইয়ের নাম ‘দ্য ফার্স্ট হান্ড্রেড’ (The First 100s)। কি আছে এই কবিতা বইয়ে? বাংলা তথা দেশের ঐতিহ্যস, সংস্কৃতি, ভালোবাসা, ভালোলাগার কথা ফুটে উঠেছে এই কবিতার বইটিতে। কখনও অন্বেষা ‘সত্যজিৎ রায় : দ্য লিজেন্ড’ কবিতায় শ্রদ্ধা জানিয়ে মহান চিত্রপরিচালক সত্যজিৎ রায়কে, আবার কখনও রবিবারের চড়ুইভাতি নিয়ে ‘সানডে ফিস্ট’ কবিতায় একেবারে হালকা মেজাজে বাসন্তী পোলাও ও কষা মাংসের কথা লিখেছে। তার কবিতায় ইংরেজি ভাষায় যেমন দক্ষতা সে দেখিয়েছে, ছোট ছোট বাংলা শব্দ ব্যবহার করে মুন্সীয়ানার পরিচয় দিয়েছে। দুর্গাপুজো, কালীপুজো, হোলি, বাঙালির বারো মাসে তেরো পার্বণ ফুটে উঠেছে অন্বেষার কবিতায়। স্বাভাবিকভাবেই তার কবিতায় কোভিড-১৯ অতিমারির কথা ফুটে উঠেছে। তবে আশাবাদী অন্বেষা এর থেকে পরিবর্তনের আলো দেখিয়েছে তার কবিতায়। হাওড়া ব্রিজ, দ্য তাজমহল কবিতাগুলি পড়লে তার ছন্দমিল ও সহজ-সরল ভাষা পাঠককে আকৃষ্ট করবে। এই বইটি ২০২১ সালে ডেজ ইলিউমিনেট পাবলিকেশন থেকে বের হয়েছে। মূল্য ২৪৯ টাকা। ক্ষুদে পড়ুয়া থেকে বয়স্ক মানুষ যে কেউ এই বইটি পড়লে তাদের ভালো লাগবে। এই বয়সেই অন্বেষা ছন্দের মাধ্যমে মহিলা স্বশক্তিকরণ, করোনা মহামারিতে মানুষের যন্ত্রণা প্রভৃতি সমসাময়িক বিষয়গুলি তুলে ধরেছে। তার বাবা-মা তাকে এ বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেন। এ ছাড়া বন্ধুদের সহযোগিতাও পায় সে। আমরা অন্বেষার সফল ভবিষ্যত কামনা করি। যেভাবে মাত্র ১৩ বছর বয়সে, এত সুন্দর কবিতা লিখে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন, তাতে ভবিষ্যতে কবি হিসেবে আরও দক্ষতার সঙ্গেই তিনি কাজ করবেন বলেই আশা করা যায়।
Be the first to comment