সামনেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোট হবে উত্তরাখণ্ডেও। তার আগেই কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের ভাই কর্নেল বিজয় রাওয়াতকে দলে নিয়ে বড় চমক দিল বিজেপি। একটি সর্বভারতীয় সংবাদ মধ্যম আগেই দাবি করেছিল, কর্নেল বিজয় রাওয়াত জানিয়েছেন দিল্লিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে তিনি দেখা করেছেন। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন।
কর্নেল বিজয় রাওয়াত বলেছিলেন, “দিল্লিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে আমি দেখা করেছি। আগামী কয়েক দিনের মধ্যেই দেরাদুনে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেব আমি।” ওই সংবাদ মাধ্যমের আরও দাবি করেছিল, প্রয়াত সেনা সর্বাধিনায়কের ভাই জানিয়েছেন, তাঁকে যদি সুযোগ দেওয়া হয় তবে তিনি উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বেন। বিজয় রাওয়াত বলেন, “আমি বিজেপির জন্য কাজ করতে চাই। আমাদের পরিবারের আদর্শ আর বিজেপি দলীয় ভাবনা একরকম। বিজেপি যদি বলে তবে আমি নির্বাচনে লড়ব।”
অবশেষে সেই কথাই এদিন সত্যি হল। দেহরাদুন না, দিল্লিতে উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও অন্য বিজেপি নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলে জেনারেল বিপিন রাওয়াতের ভাই বিজয় রাওয়াত। প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে এক চপার দুর্ঘটনায় প্রয়াত হন দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াত-সহ ওই চপারে সওয়ার ১৪ জনের প্রত্যেকেই প্রয়াত হয়েছেন। সুলুরের সেনা ছাউনি থেকে ভারতীয় বায়ুসেনার এমআই সিরিজের চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। নীলগিরি পর্বতের নানজাপ্পান চাথীরামের কাত্তেরি পার্কের জঙ্গলে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় কপ্টারে।
কদিন আগেই বায়ু সেনা কপ্টার দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, কোনও যান্ত্রিক গোলযোগ বা অন্তর্ঘাত নয়। দেশের প্রথম সেনাপ্রধান বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার জন্য দায়ী খারাপ আবহাওয়া পাইলটের সাময়িক ভুল। দুর্ঘটনার কারণ খুঁজতে যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির রিপোর্টে উঠে এসেছে, খারাপ আবহাওয়ার জন্য দৃশ্যমানতা কমে যাওয়ার ফলেই এই দুর্ঘটনাটি ঘটে যায়।
Be the first to comment