ভোটে লড়ছেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির সুপ্রিমো প্রার্থী হতে চলেছেন উত্তর প্রদেশের করহল বিধানসভা আসন থেকে। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি ৷ সমাজবাদী পার্টির একটি সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে। অখিলেশ এই প্রথম বিধানসভা ভোটে প্রার্থী হতে চলেছেন ৷ এর আগে লোকসভা নির্বাচনে তিনি একাধিকবার লড়েছেন ৷ দীর্ঘ সময় তিনি কনৌজের সাংসদ ছিলেন ৷ পরে আজমগড়ের সাংসদ হন তিনি ৷
বুধবার অখিলেশের নির্বাচনে লড়াই করার বিষয়টি সামনে আসে ৷ অখিলেশও সাংবাদিক বৈঠকে এই নিয়ে ইঙ্গিত দেন ৷ তিনি জানিয়েছিলেন যে আজমগড়ের মানুষের মতামত নেওয়ার পরই ভোটে লড়াই করার বিষয়টি স্পষ্ট করবেন ৷ তবে যে কেন্দ্র থেকে অখিলেশ ভোটে লড়বেন বলে শোনা যাচ্ছে, তা আজমগড় লোকসভার মধ্যে পড়ে না ৷ বরং তা মইনপুরি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৷ ওই কেন্দ্রের সাংসদ অখিলেশের বাবা মুলায়ম সিং যাদব ৷
ওই কেন্দ্রটি ২০০৭ সাল থেকে সমাজবাদী পার্টির দখলে ৷ ওই কেন্দ্র থেকে তিনবার জিতেছেন সোবারন সিং যাদব ৷ অখিলেশ যদি ওই কেন্দ্রে লড়েন, তাহলে তাঁকে কোথায় প্রার্থী করা হবে, সেটাই এখন বড় প্রশ্ন ৷
Be the first to comment