সংবিধান মানেন না মুখ্যমন্ত্রী! নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে রাজ্যপালের নিশানায় মমতা

Spread the love

নেতাজির জন্মদিবসে মাল্যদান করতে এসে রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে শ্যামবাজারে গিয়েছিলেন সস্ত্রীক রাজ্যপাল। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তিনি। সেখানেই জগদীপ ধনখড় বলেন, রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। মা ক্যান্টিন থেকে শুরু করে অন্ডাল বিমানবন্দর, বিজনেস সামিট, উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়ে রাজ্যকে প্রশ্ন করা হলেও তার কোনও উত্তর তিনি পাননি বলে এদিন দাবি করেন ধনখড়।

https://twitter.com/jdhankhar1/status/1485138864708931584

দিন রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, “ভারতের সংবিধানের মর্যাদার কেউ অবমাননা করবে, এটা সংবিধান কখনওই সমর্থন করে না। আমার শপথ সংবিধানকে সুরক্ষিত রাখা। আমি দেখেছি দু’বছরের বেশি সময় পার হয়ে গেলেও মাননীয়া মুখ্যমন্ত্রী নিজের কর্তব্য পালন করেননি। সংবিধানের নির্দিষ্ট ধারায় বলা রয়েছে মুখ্যমন্ত্রীর কর্তব্য রাজ্যপালকে বিভিন্ন বিষয়ে জানানো। আমি বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছি, সেই সমস্ত বিষয়েই জানতে চেয়েছি যা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। অতিমারির জিনিস ক্রয়, বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিট, অন্ডাল বিমানবন্দর, স্পোর্টস ক্লাব সমস্ত বিষয়ে প্রশ্ন করা হয়েছে কোনও জবাব আসেনি।”

https://twitter.com/jdhankhar1/status/1485093013567131655

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ জানাতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ ছিল, প্রায় কয়েক হাজার কোটি টাকার আর্থিক নয়-ছয় করেছে বর্তমান রাজ্য সরকার। সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যপালকে শুভেন্দু মা ক্যান্টিনের বিষয়েও বলেন। অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মা ক্যান্টিনকে ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন স্পোর্টস ক্লাবগুলিকে অনুদান দেওয়া হয়েছে। সরকারি তহবিলের এই অপব্যবহারের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানান শুভেন্দু রাজ্যপালের কাছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*