সাংবাদিক বৈঠক করে প্রধান বিচারপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুললেন সুপ্রিম কোর্টের ৪ বিচারপতি। তাঁদের অভিযোগ, সুপ্রিম কোর্টের প্রশাসনে সব ঠিকঠাক চলছে না। শুক্রবার দিল্লিতে বিচারপতি জে চেলামেশ্বরের আবাসনে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল। প্রধান বিচারপতি দীপক মিশ্রর পর জে চেলামেশ্বর হলেন শীর্ষ আদালতের সেকেন্ড সিনিয়র বিচারপতি। সাংবাদিক বৈঠকে জে চেলামেশ্বর ছাড়াও উপস্থিত ছিলেন বিচারক রঞ্জন গোগোই, বিচারক মদন লুকুর এবং বিচারক কুরিয়েন যোসেফ। বিচারপতিরা জানান, গণতন্ত্র আজ বিপন্ন। মূলত মামলা বন্টন নিয়ে চার বিচারপতি ক্ষোভে ফেটে পড়েছেন। এ প্রসঙ্গে সরাসরি প্রধান বিচারপতি দীপক মিশ্রকে ব্যর্থ বলেই অভিহিত করেছেন তারা। ঘটনার পরই বাকরুদ্ধ গোটা দেশ।
প্রধান বিচারপতি দীপক মিশ্রের কাজে অসন্তুষ্ট চেলামেশ্বর এদিন বলেন, প্রধান বিচারপতিকে ইমপিচ করা উচিত কী না তা দেশের মানুষই তা ঠিক করবেন ৷ তবে সুপ্রিম কোর্টের প্রশাসন ঠিকঠাক চলছে না ৷ অনেক কিছুই হচ্ছে যা প্রত্যাশার থেকে কম ৷ গত কয়েক মাস ধরেই এটা চলছে ৷ উদ্বেগের কথা জানাতেই সাংবাদিক বৈঠক ৷ পাশাপাশি জে চেলামেশ্বর আরও বলেন, এভাবে সাংবাদিক বৈঠক ডেকে শীর্ষ আদালতের প্রশাসনিক কাজকর্ম নিয়ে ক্ষোভপ্রকাশ করতে আমাদের মোটেই ভালো লাগছে না। কিন্তু এছাড়া আমাদের আর কোনও উপায় ছিল না। পরিস্থিতির যাতে উন্নতি হয় সেজন্য আমরা প্রধান বিচারপতিকে চিঠি পাঠানোর পাশাপাশি একাধিকবার তাঁকে শীর্ষ আদালতের এই সমস্ত অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ে সতর্ক করেছি। এমনকী বিষয়টি নিয়ে আজ সকালে আমরা প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকও করি। কিন্তু কোনও লাভ হয়নি।
প্রধান বিচারপতির বিরুদ্ধে সাংবাদিক বৈঠকে চার বিচারপতির মন্তব্যের পরেই আইনমন্ত্রীর রবিশংকর প্রসাদের সঙ্গে বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার পরই সমালোচনায় সরব হয়েছে সব মহল।
Be the first to comment