কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে সুরজিৎ সেনগুপ্ত

Spread the love

সুভাষ ভৌমিককে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি ফুটবলপ্রেমীরা। এরই মধ্যে ময়দানে ফের উৎকন্ঠা ৷ কোভিডে আক্রান্ত হয়ে এবার হাসপাতালে বর্ষীয়ান সুরজিৎ সেনগুপ্ত ৷ মৃদু উপসর্গ থাকায় কোনও ঝুঁকি না নিয়ে দিকপাল এই ফুটবলারকে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয় পরিবার ৷ রবিবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে ৷

ছেলে স্নিগ্ধদেব সেনগুপ্ত জানিয়েছেন, বাবার অবস্থা স্থিতিশীল। যদিও প্রাক্তন ফুটবলারের শরীরে অক্সিজেনের মাত্রা সামান্য উদ্বেগ বাড়াচ্ছে ৷ বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে দেশের অন্যতম সেরা প্রাক্তন এই উইঙ্গারকে। বয়সের সঙ্গে অন্যান্য অসুস্থতা থাকার কারণেও বাড়ছে চিন্তা। তিন প্রধানে খেলা সুরজিৎ সেনগুপ্ত ফুটবলজীবনে ছিলেন প্রকৃত অর্থেই তারকা। তাঁর দলবদল ছিল সে সময়ের চর্চিত খবর। ক্লাব ফুটবলের পাশাপাশি বাংলা এবং দেশের জার্সিতেও সমান উজ্জ্বল ছিলেন সুরজিৎ ৷

সত্তর ও আশির দশকের এই দিকপাল ফুটবলার পরবর্তীতে কোচিংও করিয়েছেন। খেলার বাইরে সাংস্কৃতিক জগতেও তাঁর ছিল অবাধ আনাগোনা। ছেলে স্নিগ্ধদেব ক্লাসিক্যাল সঙ্গীতের প্রতিষ্ঠিত মুখ। সুরজিৎ সেনগুপ্ত নিজে একটি খেলা বিষয়ক পত্রিকার সম্পাদনা করেছেন বহু বছর। স্বাভাবিকভাবেই তার অসুস্থতার খবরে শুধু ক্রীড়া নয়, উদ্বিগ্ন সাংস্কৃতিক মহলেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*