ডায়মন্ডহারবার মডেল বা ডায়মন্ড মডেল প্রয়োগ করে সাফল্য মিলল হাতেনাতে।
করোনা সংক্রমণ রুখতে দক্ষিণ ২৪ পরগনায় ডায়মন্ডহারবার মডেল প্রয়োগ করে এক সপ্তাহেই এল উল্লেখযোগ্য সাফল্য। টেস্ট, ট্রেস ও ট্রিট পদ্ধতিতে এগিয়ে মাত্র এক সপ্তাহে জেলায় সংক্রমণের হার কমে হল ২.৭৮ শতাংশ। অন্যদিকে, ডায়মন্ডহারবারে সংক্রমণের হার নামল ০.৭৯ শতাংশে।
রাজ্য শুধু নয় গোটা দেশেই গুরুত্ব পাচ্ছে ডায়মন্ডহারবার মডেল। এই মডেল প্রয়োগ করে কতটা ফল পেয়েছে তা একটা পরিসংখ্যান দিলেই স্পষ্ট হয়ে যাবে। গত ১১ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনায় করোনা পজিটিভিটি রেট ছিল ৩০ শতাংশ। ডায়মন্ডহারবার মডেল ব্যবহার করে জেলায় সেই হার এই মুহূর্তে হয়েছে ২.৭৮ শতাংশ নেমে এসেছে। আর ডায়মন্ডহারবারে তা নেমে হয়েছে ০.৭৯ শতাংশে। এটি ছিল প্রায় ১৫ শতাংশ।
Be the first to comment