আগামী মঙ্গলবার সংসদে বাজেট পেশ নির্মলা সীতারামনের

Spread the love

১ ফেব্রুয়ারি বেলা ১১টার সময় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ নির্ধারিত সূচি মেনেই ২০২২-২০২৩ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন তিনি ৷ সংসদে ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বাজেট অধিবেশন ৷ সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে বাজেট অধিবেশন শুরু হবে ৷

দু’টি ধাপে বসবে বাজেট অধিবেশন ৷ প্রথম দফার অধিবেশন ৩১ জানুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি শেষ হবে ৷ দ্বিতীয় দফায় বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ ৷ শেষ হবে ৮ এপ্রিল ৷ গত বছরের বাজেটে অর্থাৎ, ২০২১-২২ অর্থবর্ষের বাজেটে স্বাস্থ্য খাতের বাইরে, করোনা অতিমারির জন্য আলাদাভাবে বরাদ্দ ঘোষণা করেছিল কেন্দ্র ৷ বর্তমানেও করোনার প্রকোপ জারি রয়েছে ৷ তৃতীয় ঢেউয়ের মধ্যে পেশ হওয়া এই বাজেটেও অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আলাদাভাবে বরাদ্দ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ এবং লোকসানে চলা কেন্দ্রীয় সংস্থার বিলগ্নিকরণ নিয়েও বড় ঘোষণা এবারের বাজেটেও থাকবে বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা ৷ পাশাপাশি, করোনা পরিস্থিতিতে বেকার সমস্যা মেটানো এবং মূল্যবৃদ্ধির প্রকোপ থেকে সাধারণ মধ্যবিত্তকে বের করার কোনও রাস্তা মোদি সরকার দেখায় কিনা, সেদিকেও নজর থাকবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*