Kiপদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। অফিশিয়াল বিবৃতি দিয়ে তিনি জানালেন, এই পদ্ম সম্মান তিনি গ্রহণ করবেন না। বুদ্ধদেব ভট্টাচার্যর বক্তব্য, ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি।’
দলীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করার বিষয়টি জানানো হয়। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির তরফেই এই ফোন বলে জানানো হয়। এরপর সন্ধ্যায় পদ্ম প্রাপকদের তালিকায় দেখা যায় বুদ্ধদেবের নাম। শেষ পর্যন্ত মীরা ভট্টাচার্য গোটা বিষয়টি বুদ্ধদেবকে জানান। সব শোনার পর তিনি জানিয়ে দেন, এই সম্মান তিনি গ্রহণ করবেন না। অফিশিয়াল বিবৃতি হিসেবে সেটি দলের তরফে প্রকাশ করা হয়।
এদিন সামাজিক ক্ষেত্রে তাঁর অবদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্ম সম্মানে সম্মানিত করা হচ্ছে বলে ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে। শারীরিক অসুস্থতার কারণে ২০১৬ সালের পর থেকে সক্রিয় রাজনীতির ময়দানে আর দেখা যায়নি তাঁকে। বর্তমানে তিনি কার্যত গৃহবন্দি। ২১-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শোনা গিয়েছিল তাঁর কণ্ঠস্বর। এখনও বাংলার রাজনীতিতে যথেষ্ঠ প্রাসঙ্গিক এই বর্ষীয়ান বামনেতা।
তবে শরীরিকভাবে অশক্ত হলেও এখনও রাজনৈতিকভাবে যথেষ্ঠ সচেতন রয়েছেন তিনি। ফলে সচেতন এবং সজ্ঞানেই তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বলেই জানিয়েছে তাঁর পরিবার। পূর্বসূরীর পথেই হাঁটলেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও প্রত্যাখ্যান করেছিলেন ভারতরত্ন সম্মান। এবার কেন্দ্রের মোদী সরকারের তরফে ঘোষিত পদ্ম সম্মান ফেরালেন বুদ্ধদেবও।
এদিকে, বাংলা থেকে পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় রয়েছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ও। তাঁকে দেওয়া হচ্ছে পদ্মভূষণ সম্মান। বাংলা থেকে পদ্মশ্রী শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে অবদানের জন্য পদ্ম পাচ্ছেন প্রহ্লাদ রাই আগরওয়াল। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে অবদানের জন্য সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়কে এবং কালীপদ সোরেনকে শিক্ষা ও সাহিত্য বিভাগে অবদানের জন্য পদ্মশ্রী দেওয়া হচ্ছে। চারুকলা বিভাগে অবদানের জন্য পদ্মশ্রী দেওয়া হচ্ছে কাজি সিংকে।
পাশাপাশি মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হবে প্রয়াত CDS বিপিন রাওয়াতকে। ২০২১ সালের একেবারে শেষে ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।
Be the first to comment