“করোনার বিরুদ্ধে আমাদের লড়াই এখনও জারি রয়েছে”, মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এমনই বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন করতে চলেছে দেশ। ২৫ জানুয়ারি সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি।
এদিন ভাষণের শুরুতেই রাষ্ট্রপতি বলেন, “৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে সমস্ত ভারতবাসী এবং প্রবাসী ভারতীয়দের শুভেচ্ছা। আসুন সকলে মিলে সেই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি যাঁরা আমাদের স্বরাজের স্বপ্ন দেখিয়েছিলেন, যাঁরা স্বাধীনতার জন্য লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিলেন। দুই দিন আগে ২৩ জানুয়ারি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালন করেছি। ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান এবং তাঁর লক্ষ্য, আদর্শ সমস্ত দেশবাসীর জন্য অনুপ্রেরণা।”
এদিন রাষ্ট্রপতি ভাষণে বলেন, “করোনার বিরুদ্ধে মানবজাতির লড়াই এখনও জারি রয়েছে। করোনা মহামারী হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছে। পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভাইরাস নতুন নতুন সংকট তৈরি করেছে।” রামনাথ কোবিন্দ বলেন, “ভারতে করোনা মহামারীর মোকাবিলা করা অপেক্ষাকৃত কঠিন ছিল। ভারতে জনসংখ্যা বেশি। কিন্তু, এই পরিস্থিতিতেই কোনও রাষ্ট্রের লড়াই করার ক্ষমতা আরও বৃদ্ধি পায়। আমার বলতে অত্যন্ত গর্ব হচ্ছে করোনাভাইরাসের বিরুদ্ধে অসাধারণ, দৃঢ়সংকল্প এবং কার্যক্ষমতার প্রর্দশন করেছি আমরা। করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ের সময় স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত হয়েছে। ভারত অন্যান্য দেশকেও সাহায্যও করেছে।”
অর্থনীতির উপরেও করোনাপরিস্থিতি প্রভাব পড়েছে বলে জানান রাষ্ট্রপতি। অলিম্পিকে প্রদর্শনের জন্য খেলোয়াড়দের প্রশংসা করেন তিনি। “অলিম্পিকে অংশ নেওয়া তরুণ চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাস লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা জোগাবে”, বলেন রামনাথ কোবিন্দ। এদিন রাষ্ট্রপতি বলেন, “অত্যন্ত গর্বের সঙ্গে বলছি আমরা দৃঢ়তার সঙ্গে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করেছি। ভয়াবহ পরিস্থিতির মধ্যদিয়ে গিয়েছে বহু পরিবার। বেদনা প্রকাশের মতো শব্দ আমার কাছে নেই। তবে সান্তনা এটাই যে বহু জীবন রক্ষা পেয়েছে। এখনও করোনা মহামারীর প্রকোপ কাটেনি। তাই আমাদের সতর্ক থাকা উচিত। এখনও পর্যন্ত আমরা যে সতর্কতা অবলম্বন করেছি, তা চালিয়ে যেতে হবে।”
সাম্প্রতিক মাসগুলিতে আমি এমন বহু উদাহরণ প্রত্যক্ষ করেছিল যেখানে দেখা গিয়েছে দেশবাসী তাঁদের পরিশ্রম এবং প্রতিশ্রুতি দিয়ে দেশকে আরও মজবুত করেছেন”, বলেছেন রাষ্ট্রপতি। পাশাপাশি সশস্ত্র বাহিনীতে মহিলাদের ক্ষমতায়নের প্রসঙ্গও উল্লেখ করেন রাষ্ট্রপতি। জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জানান, পরিবেশ রক্ষায় বিশ্বকে নেতৃত্ব দিয়েছে ভারত।
Be the first to comment