কোভিড আক্রান্ত সন্ধ্যা মুখোপাধ্যায়, হার্টেও সমস্যা! এসএসকেএমে এসে জানালেন মমতা

গীতশ্রীকে স্থানান্তরিত করা হচ্ছে অ্যাপোলো হাসপাতালে

Spread the love

করোনায় আক্রান্ত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এসএসকেএম-এ প্রবীণ শিল্পীকে দেখতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানান, গীতশ্রী-র হৃদযন্ত্রেও বেশ কিছু সমস্যা ধরা পড়েছে। ৯০-ঊর্ধ্ব শিল্পীর শারীরিক অবস্থা দেখে আর কোনও ঝুঁকি না নিয়ে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে দাঁড়িয়ে বলেন, আপনারা জানেন সন্ধ্যাদি অসুস্থ। ওনার মেয়ে, জামাই সকলে সন্ধ্যাদিকে সকালেই এসএসকেএমে ভর্তি করেছেন। উডবার্নে একটা বিশেষজ্ঞ টিমও সঙ্গে সঙ্গে তৈরি করা হয়েছে। চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়কেও আনা হয়। সবার সঙ্গে কথা বলে চিকিৎসা এগোচ্ছিল। হার্টে একটা ধাক্কা খেয়েছে। হার্টের একটা সমস্যা হয়েছে। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে উনি কোভিড পজিটিভ হয়েছেন। ওনাকে অ্যাপোলোতে স্থানান্তরিত করতে হচ্ছে। হার্টের ধাক্কার সঙ্গে কোভিড যেহেতু উডবার্নে তো কোভিডের চিকিৎসা হয় না। আমাদের শম্ভুনাথে হয়। ওনার বাড়ির লোকের সেখানে চিকিৎসায় কোনও আপত্তি ছিল না। আমাদের বেলেঘাটা আইডি আছে, মেডিকেল কলেজ আছে, বাঙুর আছে। সরকারি পরিষেবা খুব ভালো। আমাদের ডাক্তার, নার্সরা খুব ভাল কাজ করেন। কিন্তু সন্ধ্যাদির মতো মানুষের সবথেকে ভাল ট্রিটমেন্ট হোক আমরা চাই। কোভিডের ওখানে আলাদা ব্যবস্থা আছে।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমি অ্যাপোলোকে বলেছি যত তাড়াতাড়ি হয় অ্যাম্বুলেন্স পাঠিয়ে এখান থেকে ভর্তি করতে। হার্টের চিকিৎসা হবে। হার্টের সমস্যাটা একটু আছে। প্রার্থনা করি উনি আমাদের সকলের গর্ব, ভারতরত্ন, দেশের, জাতির গর্ব। বাংলার কথা তো বাদই দিলাম। সন্ধ্যাদির কথা মনে আসলেই কী মিষ্টি এ সকাল গানটা মনে পড়ে। উনি ভাল হয়ে উঠুন। আমরা অ্যাপোলোর সঙ্গে সমস্তরকম কথা বলেছি।

চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় বলেন, সন্ধ্যাদেবীর হার্টের সমস্যা। ফুসফুসে সংক্রমণ মূল সমস্যা নয়। হৃৎপিণ্ডের স্পন্দন অনিয়মিত হ‌ওয়ায় তাঁর চিকিৎসা প্রয়োজন। সে জন্য আইসিইউয়ে রেখে চিকিৎসা করা প্রয়োজন। রক্তাল্পতা রয়েছে, সেটিও উদ্বেগের। একই সঙ্গে এসএসকেএমের তরফে জানানো হয়েছে, শিল্পী পড়ে গিয়েছিলেন। যদিও কোথাও কোনও ‘ফ্র্যাকচার’ নেই।

মঙ্গলবার থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। ফুসফুসে মারাত্মক সংক্রমণের সঙ্গে গুরুতর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এদিন সকালে ভর্তি হন হাসপাতালে । গ্রিন করিডর করে নিয়ে আসা হয় এসএসকেএমে। তাঁকে ভর্তি করানো হয় উডবার্ন ওয়ার্ডে। শিল্পীর মেয়েকে ফোন করে খবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল গড়াতেই শিল্পীকে দেখতে তিনি নিজেই এলেন হাসপাতালে।

জানা গিয়েছে, বুধবার রাত থেকেই আচমকা অবস্থার অবনতি হয়। বাথরুমে পড়ে গিয়ে চোটও পান ৯০- ঊর্ধ্ব এই শিল্পী। কোমরে ব্যথা ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। দুই ফুসফুসেই ছড়িয়ে গিয়েছে সংক্রমণ। শ্বাসকষ্টের সমস্যা সহ হালকা জ্বর থাকায় পারিবারিক চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী নিজে উডবার্ন ব্লকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভর্তি করানোর ব্যবস্থা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*