করোনার কবল থেকে সুস্থতার পথে রাজ্য, একদিনে সংক্রমিত সাড়ে ৩ হাজারের কম

Spread the love

মহামারীর তৃতীয় ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বাংলা। কমল দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যুর হার। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪২৭ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। একদিনের করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৭৫০ জন। সুস্থতার হার ৯৭ শতাংশের বেশি। অ্যাকটিভ রোগীর সংখ্যা বেশ খানিকটা কমে দাঁড়িয়েছে সাড়ে ৩১ হাজারের সামান্য বেশি।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্য়ান বলছে, দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমশ নিম্নমুখী। শনিবারের তুলনায় দুইই কমেছে। একদিনে ৬৩৫৬ জন অ্য়াকটিভ রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩১ হাজার ৫৬২তে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ৮৫। এর সঙ্গে ৬ শতাংশ রিপোর্ট পজিটিভ। যা শনিবারের তুলনায় কম। 

এবার আসা যাক জেলার পরিসংখ্য়ানে। সংক্রমণের শীর্ষে সেই কলকাতা। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে কোভিড (COVID-19) পজিটিভ ৫২১। মৃত্যু হয়েছে ৮ জনের। এরপরই রয়েছে দুই ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় একদিনে ৩৭৩ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ২৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে দক্ষিণ ২৪ পরগনা গত ২৪ ঘণ্টায় মৃত্যুহীন।  এছাড়া দিনে শতাধিক সংক্রমণ আরও আটটি জেলায়। করোনাযুদ্ধে সবচেয়ে এগিয়ে ঝাড়গ্রাম, পুরুলিয়া। এই দুই জেলায় একদিনে সংক্রমিত হয়েছেন যথাক্রমে ৪২ ও ৪৩ জন। 

সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজ্য়ে কড়া কোভিডবিধি জারি। ৩১ তারিখ পর্যন্ত বিশেষ স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে রাজ্যবাসীকে। মাস পেরলেই চার পুরনিগমের ভোট, ফলপ্রকাশ। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই তা করার নির্দেশ নির্বাচন কমিশনের। আর তাতেই সুফল মিলছে বলে মনে করছে রাজ্যের স্বাস্থ্যমহল। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*