২০২২-২৩ অর্থবর্ষেই দেশ জুড়ে ৫ জি মোবাইল পরিষেবা চালু করা হবে। মঙ্গলবার বাজেটে এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি, টেলিকম সেক্টরের জন্য আরও বেশ কয়েকটি ঘোষণা করেন তিনি। অর্থমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরেই ৫ জি পরিষেবা চালু করতে স্পেকট্রাম নিলাম করার প্রক্রিয়া শুরু হবে। এ ছাড়া এই পরিষেবা চালু করার ক্ষেত্রে পারফরমেন্স লিংকড ইনসেনটিভ বা পিএলআই স্কিম আনবে কেন্দ্র। গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবা আরও বিস্তৃত করার কথাও বলেছেন নির্মলা সীতারামন।
সূত্রের খবর প্রাথমিকভাবে দিল্লি, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আমেদাবাদের মতো শহরগুলিতে প্রাথমিকভাবে ৫ জি পরিষেবা চালু হবে। পরে দেশের অন্যান্য শহরেও এই পরিষেবার বিস্তার বাড়ানো হবে। ইতিমধ্যেই এয়ারটেল, রিলায়েন্স জিও, ভিআই-এর মতো সব টেলিকম সংস্থাই ৫ জি পরিষেবার ট্রায়াল শুরু করেছে। সরকারও ইতিমধ্যেই স্পেকট্রাম নিলাম সংক্রান্ত আলোচনা শুরু করেছে সংস্থাগুলির সঙ্গে।
স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া শুরু হবে মাস কয়েকের মধ্যে। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া ৫ জি স্পেকট্রাম নিলামের সুপারিশ করলেই সেই প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর।
ইন্টারনেট ও টেলি যোগাযোগের ক্ষেত্রে কী কী ঘোষণা
১. গ্রামাঞ্চলে ও প্রত্যন্ত অঞ্চলে যাতে সহজে ও সস্তায় ব্রডব্যান্ড পরিষেবা পাওয়া যায়, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।
২. ভারত নেট কানেকটিভিটি প্রজেক্ট নিয়ে সম্পর্কে সীতারামন জানান, শহরাঞ্চলের মতোই গ্রামের প্রত্যেক পরিবার যাতে সমান ইন্টারনেট ও টেলি যোগাযোগ পরিষেবা পায়, সেটাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য।
৩. গ্রামগুলিতে অপটিক্যাল ফাইবারের বিস্তার বাড়িয়ে ইন্টারনেট ও টেলি যোগাযোগ পরিষেবা আরও উন্নত করা হবে।
৪. প্রত্যন্ত অঞ্চলগুলিকেও ভারত নেট কানেকটিভিটি প্রজেক্টের আওতায় আনা হবে। ২০২২-২৩ অর্থবর্ষে পিপিপি মডেলে সেই কাজ শুরু হবে। ২০২৫-এর মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
Be the first to comment