জোকা-বিবাদী বাগ মেট্রো রেলে সবুজ সঙ্কেত সেনার, শীঘ্রই শুরু হবে কাজ

Spread the love

অবশেষে জট কাটল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের ৷ জমি জটে দীর্ঘদিন ধরে থমকে রয়েছে এই প্রকল্পের কাজ ৷ আজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মেট্রোর কাজ শুরু করার নির্দেশ দিয়েছে ৷ আপাতত টালি নালা থেকে ময়দান পর্যন্ত কাজ শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

জানা গিয়েছে, জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের জন্য ময়দান ও ভিক্টোরিয়া এলাকায় পরিবেশের ক্ষতি হবে বলে এই কাজের অনুমতি দেয়নি সেনাবাহিনী ৷ শুক্রবার এই বিষয়ে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড এবং সেনাবাহিনীর এক বৈঠক হয় ৷ বৈঠকে সেনা জানিয়েছে, কাজ যেহেতু মাটির তলায় হবে তাই এতে তাঁদের আপত্তি নেই ৷ সেই বক্তব্য হাইকোর্টকে জানানো হয় ৷ আজ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ আরভিএনএল ও কেন্দ্রের তরফে এই বক্তব্য জানিয়ে কাজ শুরু করার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, মোমিনপুর পর্যন্ত কাজ হওয়ার পর থমকে রয়েছে এই মেট্রো প্রকল্পের গতি। সেনাবাহিনীর অনুমতি না পাওয়ায় ময়দান এলাকায় খনন কাজ শুরু করতে পারেনি রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। প্রকল্পের কাজ ঝুলে ছিল ৷ সেনার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা।

তবে আপাতত টালি নালা থেকে ময়দান পর্যন্ত খননের কাজের অনুমতি মিলেছে। এই অংশের কাজ করতেই প্রায় ছয় থেকে সাত মাস লাগতে পারে বলে অনুমান। অন্যদিকে মেট্রো রেলের খনন কাজের জন্য ধর্মতলার বিধান মার্কেট বেশ কয়েকমাসের জন্য অন্যত্র সরাতে হবে। সেই ব্যাপারে রাজ্য অনুমতি দিয়েছে। সেই কাজেও সময় লাগবে। তবে যাই হোক, জমি জট কাটিয়ে জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পের কাজে আর বাধা রইল না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*