পুরভোটের প্রচারে মুখ মমতাই, নেত্রী ছাড়া অন্য কারও ছবি নয়! নিদান তৃণমূল কংগ্রেসের

Spread the love

 ১০৮ পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্য়জুড়ে বিভিন্ন প্রান্ত তৃণমূলের অসন্তোষের ছবি উঠে এসেছে। কোথাও বিক্ষোভ, আবার কোথায় পছন্দমতো প্রার্থী না হওয়ার কেঁদে ভাসাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতারা। অসন্তোষের আঁচ গিয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরেও। নির্বাচনী কমিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। সেখানে আবার অভিযোগ, প্রার্থী তালিকায় নাকি ঠাঁই পেয়েছেন এককালীন শুভেন্দু ঘনিষ্ঠরা।

এই অসন্তোষের ছবি শুধু পূর্ব মেদিনীপুরেই নয় – রাজ্যের কম বেশি প্রায় সব জেলাতেই একই ছবি। আর এরই মধ্যে নিচু তলার কর্মীদের বিক্ষোভ প্রশমিত করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, তৃণমূলের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ করে ভোট চাওয়া হবে। পুরভোটে মমতার ছবি ছাড়া অন্য কারও ছবি প্রচারে ব্যবহার হবে না। দলের তরফে এমনটাই নিদান দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, যে সব এলাকায় বিজেপি বা অন্য দল লিড পেয়েছিল একুশের বিধানসভা নির্বাচনে, সেই সব এলাকায় যেতে হবে সংশ্লিষ্ট প্রার্থীদের। যে ভোটার অন্য দলের সমর্থক, সেই সব ভোটারদের বাড়িতে একাধিকবার যেতে হবে প্রার্থীকে। তাঁদের সঙ্গে আরও নিবিড় বন্ধন স্থাপনের চেষ্টা করতে হবে। বোঝাতে হবে কেন অন্য দলগুলির তুলনায় এগিয়ে তৃণমূল। তৃণমূলকে ভোটে জিতিয়ে আনলে তাঁরা যে নাগরিক পরিষেবা পাবেন, তার সব কথা বুঝিয়ে বলতে হবে ভোটারদের।

উত্তরবঙ্গের পুরসভাগুলির নির্বাচনী প্রচারের ক্ষেত্রে হাতিয়ার করতে হবে মমতার উন্নয়নকে। জঙ্গলমহলে হাতিয়ার করতে হবে রক্তপাত বন্ধ করার ইস্যুকে। যাঁরা অন্য দল থেকে (কর্মী, সংগঠক, সমর্থক ) আসতে চান, তাঁদের সঙ্গে আরও নিবিড় সেতুবন্ধন করতে হবে। তবে ভোটের আগে তৃণমূল থেকে অন্য দলে যাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে স্থানীয় স্তরে এককভাবে সিদ্ধান্ত নেওয়া হবে না। সে ক্ষেত্রে দলের নেতৃত্বের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।

এর পাশাপাশি গা-জোয়ারি করে বাড়তি ভোট আদায় করার কোনও প্রয়োজন নেই বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। একইরকমভাবে বিরোধীরা গা জোয়ারিও কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কোথাও বিরোধীদের এমন করতে দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তারপর, আইনগত ভাবে বিষয়গুলির মোকাবিলা করা হবে। এর পাশাপাশি সাফ বার্তা দেওয়া হয়েছে – বিরোধী দলের প্রচারে বাধা দিয়ে নাটক করার সুযোগ করা যাবে না। তারা আপত্তিকর কিছু করলে উচ্চ নেতৃত্ব ও প্রশাসনকে জানাতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*