কল্যাণী এক্সপ্রেসওয়ে নতুন ভাবে তৈরি হবে

Spread the love

কিছুদিন আগেই করা হয়েছিল কল্যাণী এক্সপ্রেসওয়ে। রাস্তাটির দায়িত্বে ছিল কেএমডিএ। কিন্তু নতুনভাবে তৈরি হলেও রাস্তাটি সেইভাবে উপযুক্ত হয়নি বলে অভিযোগ ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি নিয়ে রিপোর্ট আসে। এরপরই সিদ্ধান্ত হয় কল্যাণী এক্সপ্রেসওয়ে নতুনভাবে তৈরি করা হবে। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পর পূর্ত দফতর নতুন করে কল্যাণী এক্সপ্রেসওয়ে তৈরী করবে। কল্যানী থেকে বিরাটি পর্যন্ত 42 কিলোমিটার রাস্তা হবে চার লেনের। গোটা রাস্তাটি তৈরি করার জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে ১৬০০ কোটি টাকা। রাস্তাটি তৈরি হবে matchstick Asphalt র। পাশেই একটি service road থাকবে। ইতিমধ্যেই দপ্তরের এই পরিকল্পনাকে অনুমোদন দিয়েছে মুখ্যসচিবের নেতৃত্বাধীন প্রজেক্ট মনিটরিং কমিটি। কল্যাণী এক্সপ্রেসওয়েতে নতুন বেশ কিছু প্রকল্প তৈরি হতে চলেছে। তার মধ্যে রয়েছে আই আই আই টি, এমস। ফলে আগামী দিনে এই রাস্তার গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে নতুন করে তৈরি করার। এছাড়া কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংযোগ রক্ষাকারী উড়ালপুল করা হবে।

নবান্ন সূত্র

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*