শুক্লা পঞ্চমীতে সরস্বতীর বিসর্জনের দিনই মর্ত্যলোক ছেড়ে তারাদের দেশে বিলীন হলেন সাক্ষাৎ রক্ত-মাংসের সরস্বতী ৷ লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকে বিহ্বল গোটা দেশ ৷ ৯২ বছরের জীবনে হাজার খানেক হিন্দি ও ৩৬টি আঞ্চলিক ভাষার ছবিতে ৫ হাজার-এরও বেশি গান গেয়েছেন ৷ ইতিহাসে সর্বাধিক গানের রেকর্ড করায় নাম উঠেছে গিনেস বুকেও ৷ তবে লতা মঙ্গেশকরের শেষ রেকর্ড করা গান কোনটা জানেন কী?
শিল্পপতি মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানির কন্যা ঈশা আম্বানি এবং আনন্দ পীরামলের বিয়েতে একটি গায়ত্রী মন্ত্রের রেকর্ড বাজানো হয়েছিল ৷ সেই গায়ত্রী মন্ত্রটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর ৷ সেই রেকর্ডে নবদম্পতির প্রতি শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তাও পাঠিয়েছিলেন তিনি ৷ ২০১৮ সালের ১২ ডিসেম্বরে আম্বানি-কন্যার বিয়েতে লতা মঙ্গেশকরের এই রেকর্ড মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছিলেন অতিথিরা ৷
বিশেষ সূত্রে জানা যায়, সেই গায়ত্রী মন্ত্রোচ্চারণের জন্য একটি মাত্র টেক নিয়েছিলেন কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর ৷ আজ থেকে তিন বছর আগে সেই সময় তাঁর বয়স ছিল ৮৯ বছর ৷ দীর্ঘ কেরিয়ারে অগুন্তি সম্মানে ভূষিত হয়েছেন লতা মঙ্গেশকর ৷ ১৯৭৪ সালে প্রথম ভারতীয় হিসেবে রয়্যাল অ্যালবার্ট হলে পারফর্ম করার সুযোগ পান ৷ তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলার চলচ্চিত্র সাংবাদিক সংগঠনের পুরস্কার, সেরা গায়িকা হিসেবে চারটি ফিল্মফেয়ার পুরস্কার, দুটি স্পেশ্য়াল ফিল্মফেয়ার পুরস্কার, ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার-সহ বহু পুরস্কার পেয়েছেন লতা মঙ্গেশকর ৷
১৯৮৯ সালে তিনি পান দাদা সাহেব ফালকে পুরস্কার ৷ দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন পান ২০০১ সালে ৷ ২০০৭ সালে তাঁকে সর্বোচ্চ নাগরিক সম্মান দেয় ফ্রান্স সরকার ৷
Be the first to comment