রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নামল ৷ রবিবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন ৷ আগের দিন যা ছিল ১ হাজার ৩৪৫ জন ৷ রাজ্যে কোভিড সংক্রমণের হার ৩.৩৪ শতাংশ ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ ৷ তথ্য বলছে, গত বছর ২৮ ডিসেম্বর হাজারের নিচে ছিল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ ৷ ২৯ ডিসেম্বর থেকেই তা হাজারের উপরে চলে যায় ৷ এতদিন পর ফের হাজারের নিচে নামল সংক্রমণ ৷
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০ হাজার ৮২৩ জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫ হাজার ৮৭২ ৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৮৩ জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ১৯ লাখ ৬৭ হাজার ৫৫ জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৯৪ জন ৷
রবিবার ২৫ হাজার ২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ২ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৮৯ ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ২৩৪ জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ২৬২ জন ৷ বুস্টার ডোজ নিয়েছেন ৩ হাজার ১৭৮ জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট ৬ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৯৩৭ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৮৯৫ জন ৷ বুস্টার ডোজ পেয়েছেন ১০ লাখ ৯৪ হাজার ৯০ জন।
Be the first to comment