‘আব কি বার, দেশ কা সরকার’, অখিলেশকে পাশে নিয়ে দিল্লি জয়ের ডাক মমতার

Spread the love

লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশেও তৃণমূল লড়াই করবে, এই বার্তা আগেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার উত্তর প্রদেশে গিয়ে অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে দিল্লি দখলের বার্তা দিলেন তিনি। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বললেন,  ‘আব কি বার, অখিলেশ সরকার’, একই সঙ্গে বলতে ভুললেন না, ‘আব কি বার, দেশ কা সরকার’। যোগী-রাজ্যে মমতার বার্তা, উত্তর প্রদেশ থেকে বিজেপিকে সরাতে পারলে, দেশ থেকেও সরবে বিজেপি। উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি সমর্থনে প্রচার করতেই গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার লখনউয়ে বিক্রমাদিত্য মার্গে সমাজবাদী পার্টির কার্যালয় থেকে যৌথ সাংবাদিক বৈঠক করেন মমতা। আর সেখান থেকেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নেত্রী।

মঙ্গলবার একদিকে অখিলেশ দাবি করলেন, ‘মমতাকে দেখে হারের ভয় আরও বেড়ে যাবে বিজেপির।’ আর সাংবাদিকদের মুখোমুখি হয়েই সোজাসাপটা বার্তা দিলেন মমতা। বললেন, ‘বিজেপিকে হারাতে হবে। আমি এটা বলতেই এসেছি। আমি উত্তর প্রদেশ নির্বাচনে লড়ছি না। তবে, দেশ কে যদি বিজেপির হাত থেকে বাঁচাতে হয়, তাহলে ভাই অখিলেশকে সমর্থন করতে হবে।’

উত্তর প্রদেশে যে ক্ষমতায় আসে, দিল্লির মসনদও থাকে তারই হাতে। রাজনৈতিক বিশেষজ্ঞরা এমনটা মনে করে থাকেন। এ দিন মমতাও উল্লেখ করলেন সে কথা। তিনি বললেন, ‘উত্তর প্রদেশ সবথেকে বড় রাজ্য।’ তাঁর দাবি, উত্তর প্রদেশ থেকে যদি বিজেপিকে সরানো যায়, তাহলে গোটা দেশ থেকেই চলে যাবে। তিনি আরও বলেন, ‘আপনারা বিজেপির মিথ্যা কথার ভিত্তিতে ভোট দেবেন? নাকি, যে আসলে কাজ করবে, সবাইকে নিয়ে চলবে, তাকে ভোট দেবেন?’ সবাইকে একজোট হয়ে বিজেপিকে হারাতে হবে বলে বার্তা দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*