‘অব কি বার অখিলেশ ৩০০ পার’, সমাজবাদী পার্টির সমর্থনে নয়া স্লোগান মমতার

Spread the love

বাংলার বিধানসভা নির্বাচনে ‘অব কি বার দু’শো’ পার স্লোগান তুলেছিল বিজেপি নেতৃত্ব। এবার সেই সুর শোনা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকে পাশে নিয়ে মমতার বার্তা, “অব কি বার অখিলেশ তিনশো পার। অব কি বার অখিলেশজি কি সরকার।” উঠল খেলা হবে স্লোগানও। তৃণমূল সুপ্রিমোর কথায়, “বিজেপির সঙ্গে খেলা হবে। জিতবে অখিলেশই।”

একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের হয়ে প্রচারে এসেছিলেন সপার অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চন। সেই সৌজন্যের রীতি বজায় রেখেই উত্তরপ্রদেশ ভোটের আগে অখিলেশের হয়ে প্রচারে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লখনউয়ের ভারচুয়াল সাংবাদিক সম্মেলন থেকে বিজেপিকে তুলোধোনা করার পাশাপাশি অখিলেশকে ভোট দেওয়ার আবেদন জানালেন তিনি।

তৃণমূল নেত্রীর কথায়, “ওঁরা (বিজেপি) বাংলায় ভোটপ্রচার করতে এসে বলেছিলেন, ইস বার ২০০ পার। কিন্তু পারেনি ওঁরা। এবার আমি বলছি, অব কি বার অখিলেশ তিনশো পার। অব কি বার অখিলেশজি কি সরকার। অব কি বার মা-বেটিওয়া কি সরকার। আমার বিশ্বাস, এখানে অখিলেশরাই জিতবে, বিজেপি হারবে। উত্তরপ্রদেশ বিজেপি হারলে দেশ বিজেপি মুক্ত হবে।” সে রাজ্যের বাসিন্দাদের কাছে মমতার আবেদন,”সবাই অখিলেশকে ভোট দিন। বাংলা যখন পেরেছে, উত্তরপ্রদেশও পারবে। ভোট ভাগাভাগি হবে না। বাংলাতেও বিজেপি ভোট ভাগাভাগির চেষ্টা করেছিল, পারেনি। আমার বিশ্বাস এখানেও পারবে না। সংখ্যালঘু ভাই-বোনেদের কাছে আবেদন, আর কাউকে ভোট দেবেন না। সকলে মিলে অখিলেশজিকে ভোট দিন। আমরা সকলে আছি অখিলেশের সঙ্গে।”

উত্তরপ্রদেশে সপা সরকার জিতলে প্রচুর নতুন শিল্প হবে বলেও আশ্বাস দিয়েছেন মমতা। তাঁর কথায়, “অখিলেশ জিতলে বাংলা-উত্তরপ্রদেশ মিলে শিল্প হবে। উত্তরপ্রদেশ ভাল থাকলে গোটা দেশ ভাল থাকবে। সপা জিতলে নতুন ভোর আসবে উত্তরপ্রদেশে।” বিধানসভা ভোটে অখিলেশের জয়ের পর ফের উত্তরপ্রদেশে যাবেন বলে প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে মথুরার প্যাঁড়া খাওয়ার আবদারও করে এলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের কাছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*