দোরগোড়ায় ৪ পুরসভার নির্বাচন। ভোট-নিরাপত্তায় মোতায়েন থাকবেন ৯ হাজার পুলিশকর্মী।
সশস্ত্র পুলিশকর্মীর সংখ্যা সাড়ে ৫ হাজার। শুধু তাই নয়, সবকটি বুথকেই স্পর্শকাতর হিসেবে ঘোষণা করল কমিশন। বিশেষ নজর থাকছে বিধাননগরে (BMC)। সূত্রের খবর তেমনই।
শেষপর্যন্ত কোভিড মোকাবিলা যখন রাজ্যে ফের কড়া বিধিনিষেধ জারি করে নবান্ন, তখন পুরভোট পিছানোর দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করা হয় হাইকোর্টে। আদালতের পরামর্শ মেনে ৩ সপ্তাহের পিছিয়ে দেওয়া হয় ৪ পুরসভার ভোট।
Be the first to comment