সময় এলেই ঠিক শুনানি হবে। হিজাব মামলার জরুরিভিত্তিক শুনানির আবেদন খারিজ করে শীর্ষ আদালতের সিদ্ধান্ত, ‘হিজাব বিতর্ক দেশ জুড়ে ছড়িয়ে দেবেন না। ন্যাশনাল ইস্যু বানাবেন না।’ এটা ঘটনা, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ‘ধর্মীয় পোশাক’ নয়, হিজাব মামলায় এমনই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়ে কলেজ খুলে দিতে বলেছিল কর্নাটক হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এক পড়ুয়া। হলফনামায় ওই পড়ুয়ার দাবি, হাইকোর্টের অন্তর্বর্তী রায় ব্যক্তি–পছন্দ নিয়ে প্রশ্ন তুলেছে।
বিশেষত, মুসলিম মহিলা পড়ুয়াদের পছন্দের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি তাঁর। কিন্তু মামলাকারীর করা দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল আদালত। তবে কর্নাটক হাইকোর্টকে দ্রুত এই মামলার রায় দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলাকারীর দাবি ছিল, এই অন্তর্বর্তী রায়ের ফলে শুধু মুসলিমরাই প্রভাবিত হবে। এর ফলাফল সুদুরপ্রসারী হতে পারে। এই রায়ের ফলে সংবিধানের ২৫ নং অনুচ্ছেদের অবনামনা করা হচ্ছে। কিন্তু শীর্ষ আদালত জানায়, কর্নাটক হাইকোর্ট ইতিমধ্যেই মামলাটির জরুরি ভিত্তিতে শুনানি করছে।
তাছাড়া চূড়ান্ত রায়ও এখনও ঘোষিত হয়নি। তাই এটা নিয়ে এত বৃহৎ আকারে ভাবার কোনও দরকার নেই। মামলাকারীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘ভাল করে ভাবুন, এই ইস্যুগুলিকে দিল্লিতে টেনে আনাটা কি ঠিক? জাতীয় স্তরে টেনে আনা কি ঠিক? যদি কিছু অন্যায় হয়, তাহলে তো আমরা আছিই।’
Be the first to comment