মমতাকে ‘আনফলো’ আইপ্যাকের

Spread the love

তৃণমূল এবং আইপ্যাকের মধ্যে সম্পর্কে ফাটল না ধরলেও একটি চিড় যে ধরেছে, এমন জল্পনা শুরু হয়েছে বিগত কয়েকদিন ধরে। এবার সেই জল্পনা আরও বাড়িয়ে দিল টুইটার ‘বিচ্ছেদ’। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করেছে না আইপ্যাক। আর এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল – আইপ্যাক দূরত্বের জল্পনাকে নতুন করে উস্কে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শুধু আইপ্যাকই নয় ভোটকুশলী প্রশান্ত কিশোরের ফলোয়ার তালিকাতেও নেই তৃণমূল সুপ্রিমো। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফলো করছে প্রশান্ত কিশোরের সংস্থা। কিছুদিন ধরেই তৃণমূল এবং আইপ্যাকের সম্পর্ক ঘিরে এক তুমুল জল্পনা তৈরি হয়েছে।

শহরের রাজনীতির অলিন্দে এমনটাও কানাঘুষো শোনা যাচ্ছে, পিকের সংস্থার সঙ্গে তৃণমূলের সম্পর্ক প্রায় বিচ্ছেদের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এই পরিস্থিতিতে আইপ্যাকের তরফে এ ধরনের একটি পদক্ষেপ অর্থাৎ, মমতাকে ফলো না করা অথচ তাঁর সেকেন্ড-ইন-কমান্ড অভিষেককে ফলো করা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনীতির কারবারিদের মধ্যে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি তাহলে আইপ্যাক – তৃণমূল সম্পর্কে ইতি পড়তে চলেছে?

যদিও ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে সূত্র মারফত এমনটাও জানা গিয়েছে এতদিন ধরে আইপ্যাক যে গতি নিয়ে তৃণমূলের বিভিন্ন কাজ যে গতি নিয়ে করে আসছিল, বিগত কয়েকদিনে সেই গতি কিন্তু দেখা যাচ্ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*