আজ রাজ্যে পুরভোট, ভোটগ্রহণ শুরু চার পুর নিগমেই

Spread the love

আজ রাজ্যে পুরভোট। ভোটগ্রহণ শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগর পুরনিগমে। নিরাপত্তার দিকে বাড়তি নজর কমিশনের। স্রেফ ৯ হাজার পুলিশকর্মীই নন, চার পুরনিগমের দায়িত্ব থাকছেন অতিরিক্ত ৪ আইপিএস অফিসারও।

বিধাননগরের বিশেষ দায়িত্বে জ্ঞানবন্ত সিং। শিলিগুড়ির দায়িত্বে আইজি উত্তরবঙ্গ ডিপি সিং। আসানসোল এবং চন্দননগরের দায়িত্বে যথাক্রমে এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং এবং আইজি বাঁকুড়া রেঞ্জ সুনীল চৌধুরি।

কমিশন সূত্রে খবর, চার পুরনিগমের ভোটে মোতায়েন রযেছে ৯ হাজার পুলিশ। সশস্ত্র পুলিশ কর্মীর সংখ্যা সাড়ে ৫ হাজার করা হয়েছে। শুধু তাই নয়, সবকটি বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। এমনকী, পুরভোটে এই প্রথম থাকছে STF ও EFR বাহিনী। বিধাননগরে পুরনিগমে বুথের সংখ্যা ৫২৩। চন্দননগরে ১৭৬। আসানসোল এবং শিলিগুড়িতে বুথের সংখ্যা যথাক্রমে ১১৮২ ও ৫০২। বিধাননগরে ভোট দেবেন ৪ লক্ষ ৪৬ হাজার ৭৪০ জন। চন্দননগরে ভোটার সংখ্যা  ১ লক্ষ ৪৪ হাজার ৮৩৯। আসানসোলে প্রার্থীদের ভাগ্য় নির্ধারণ করবেন  ৯ লক্ষ ৪২ হাজার ৯০ জন এবং শিলিগুড়িতে ৪ লক্ষ ২ হাজার ৮৯৫ জন।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*