স্থগিত রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, ঘোষণা রাজ্যপালের

Spread the love

স্থগিত রাজ্যের বাজেট বিধানসভা অধিবেশন। রাজ্য মন্ত্রিসভার সুপারিশ মেনেই বিধানসভা ‘প্রোরোগ’ করলেন জগদীপ ধনকড় অর্থাৎ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে বিধানসভার বাজেট অধিবেশন স্থগিত করে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার টুইট করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

এদিন দুপুরে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। লেখেন, “সংবিধানের ১৭৪ নম্বর ধারার ক এবং খ উপধারায় অনুযায়ী বাংলার বিধানসভা অধিবেশন প্রোরোগ করলাম। ১২ ফেব্রুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে।”

১২ ফেব্রুয়ারি থেকেই বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অধিবেশন স্থগিত করা হল। প্রাথমিকভাবে, রাজ্যপালের এই টুইট ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, রাজ্যপাল স্বতঃপ্রণোদিতভাবে অধিবেশন স্থগিত করেছেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই ধোঁয়াশা কাটিয়ে দেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ।

https://twitter.com/jdhankhar1/status/1492390605301121027

সাংবাদিক সম্মেলন করে কুণাল ঘোষ জানান, “রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে অযথা ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ মন্ত্রিসভার সুপারিশ মেনেই রাজ্যপাল অধিবেশন স্থগিত করেছেন। রাজ্যপাল কোনও স্বতঃপ্রণোদিত সিদ্ধান্ত নেননি।” পরবর্তী অধিবেশন ডাকবেন রাজ্যপালই। তবে মন্ত্রিসভা ঠিক করে দেওয়া দিনক্ষণ অনুযায়ী অধিবেশন ডাকবেন রাজ্যপাল। কিন্তু  কেন হঠাৎ রাজ্য সরকার বাজেট অধিবেশন স্থগিত করল, তা নিয়ে ধোঁয়াশা রইল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*