কালীঘাটের হাই-ভোল্টেজ বৈঠকের পর শনিবার তৃণমূলের নতুন কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই কর্মসমিতিতে রয়েছেন মোট ১৯ জন। তবে, পার্থ চট্টোপাধ্যায় এখনও পর্যন্ত মোট ১৬ জনের ঘোষণা করেছেন। পরবর্তী সময়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, যশোবন্ত সিনহা, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়ও থাকছেন তালিকায়।
এক নজরে দেখুন তৃণমূলের ওয়ার্কিং কমিটির তালিকা:
মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অমিত মিত্র
পার্থ চট্টোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুব্রত বক্সী
ফিরহাদ হাকিম
অরূপ বিশ্বাস
যশবন্ত সিনহা
শোভনদেব চট্টোপাধ্যায়
বুলুচিক বরাইক
চন্দ্রিমা ভট্টাচার্য
কাকলি ঘোষ দস্তিদার
সুখেন্দু শেখর রায়
জ্যোতিপ্রিয় মল্লিক
অসীমা পাত্র
রাজীব ত্রিপাঠী
গৌতম দেব
মলয় ঘটক
অনুব্রত মণ্ডল
তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এখনও পর্যন্ত ঘোষিত তালিকার অধিকাংশই দলের পুরাতন সৈনিক। তাৎপর্যপূর্ণভাবে, শনিবার দলের পদাধিকারীদের নাম এখনও ঠিক করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় স্থির করবেন, পদাধিকারীদের নাম। শনিবারের বৈঠকে এই সংক্রান্ত বিষয়গুলি নিয়েই আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। যার অর্থ তৃণমূলের শীর্ষস্তরের পদগুলি এখনও শূন্য থেকে গেল। এতদিন যারা পদাধিকারী ছিলেন তাঁরা আর কোনও পদে থাকলেন না।
তবে যে বিষয়গুলির দিকে সবার নজর ছিল, মূলত এক ব্যক্তি এক পদ নীতিকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে বিভাজন কিংবা আইপ্যাক সংক্রান্ত ইস্যু – সেই সব নিয়ে কোনও প্রশ্নেরই জবাব দিতে চাননি তৃণমূলের মহাসচিব।
Be the first to comment