আজ সকাল থেকে প্রায় ছয় ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। সেতুর স্বাস্থ্য পরীক্ষার কারনেই বন্ধ রাখা হবে বলে জানা গেছে। সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল।
কলকাতা শহরে এর আগে বহু ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। একইভাবে রবিবার হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতুর স্বাস্থ্য পরীক্ষা। সকাল ৮টার সময়েই বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। মূলত এই সেতুর হোল্ডিং কেবিলগুলির পরীক্ষা হবে একইসঙ্গে বিয়ারিং প্লেটগুলির পরীক্ষা হবে।
যদি কোনও একটি হোল্ডিং কেবিলে প্রবলেম থাকে তাহলে তা সারাতে প্রায় ২০ থেকে ২৫ দিন সময় লাগবে। দীর্ঘ প্রায় ৩০ বছর এই সেতুতে কোনও পরীক্ষা অথবা রক্ষনাবেক্ষণ হয়নি।
Be the first to comment