চারদিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার চার পৌরনিগমের ভোট গণনার মাঝেই উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী। থাকবেন বৃহস্পতিবার অবধি ৷ তাঁর সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। সোমবার বিকেল নাগাদ কলকাতা থেকে বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী।

এরপর শিলিগুড়িতে রাত্রিবাস করবেন। তার জন্য উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা এবং সুকনার বন বাংলো প্রস্তুত রাখা হয়েছে। পরের দিন ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে তাঁর সড়কপথে কোচবিহার যাওয়ার কথা রয়েছে। ১৬ ফেব্রুয়ারি সেখানে প্রশাসনিক বৈঠক ও চিলা রায়ের জন্মদিন পালন করবেন মুখ্যমন্ত্রী। সেদিনই সড়কপথে শিলিগুড়ি ফিরবেন। সেদিন রাত উত্তরকন্যায় কাটিয়ে ১৭ তারিখ ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।

সোমবার আরও তিন পৌরনিগমের মতোই গণনা রয়েছে শিলিগুড়িতেও ৷ পাশাপাশি আগামী ২৭ ফেব্রুয়ারি কোচবিহার-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও পৌরসভা নির্বাচন ৷ সেদিক থেকে পৌর নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল কারণ, গত বিধানসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে ঘাসফুল শিবির দারুণ ফলাফল করলেও উত্তরবঙ্গে ততটাই খারাপ ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। তাই মনে করা হচ্ছে, এই পৌর নির্বাচনে যাতে বিধানসভা ভোটের ফলাফলের পুনরাবৃত্তি যাতে না হয় সেই বিষয়টি অবশ্যই দেখবেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*