বাংলায় শিল্প সম্মেলন আসন্ন। তাজপুর সমুদ্রবন্দর প্রকল্পে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। এই অবস্থায় ওই সমুদ্রবন্দর নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে শনৈ শনৈ এগোচ্ছে রাজ্য সরকার।
এই নিয়ে বৃহস্পতিবার প্রশাসনের শীর্ষ স্তরে বৈঠক হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, নবান্নে গিয়ে এ দিন সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে দেখা করেন আদানি গোষ্ঠীর
প্রতিনিধিও। বৈঠক নিয়ে কেউ সরাসরি মুখ খুলতে চাননি। প্রশাসনের শীর্ষ কর্তারা আজ, শুক্রবার ফের বৈঠকে বসতে পারেন।
কোন কোন সংস্থা বা শিল্প গোষ্ঠী তাজপুরের সমুদ্রবন্দর গড়তে চায়, তা জানতে আগ্রহপত্র চেয়েছিল নবান্ন। সেই আগ্রহপত্র পেশ প্রক্রিয়ার বর্ধিত মেয়াদ ছিল ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এ দিন পর্যন্ত খবর, দু’টি বড় সংস্থা এই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
Be the first to comment