গত কয়েক সপ্তাহ ধরেই দেশের কোভিড গ্রাফ নিম্নমুখী। ধীরে ধীরে সুস্থতার পথে হাঁটছিল দেশ। কিন্তু, বৃহস্পতিবার আচমকাই দেশের দৈনিক সংক্রমণ সামান্য বেড়েছিল। কিন্তু , অবশেষে স্বস্তি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯২০ জন, যা গতকালের থেকে ৪ হাজার ৮৩৭ কম। সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়চ্ছে কোভিড মৃত্যু। এই সময়ে করোনা প্রাণ কেড়েছে ৪৯২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৬৬ হাজার ২৫৪ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৯২ জন এবং দৈনিক পজিটিভির হার ২.০৭ শতাংশ। করোনা মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত দেশে করোনামুক্ত হয়েছেন ৪ কোটি ১৯ লাখ ৭৭ হাজার ২৩৮ জন।
Be the first to comment