বৃহস্পতিবারের পর শুক্রবারও কাঁথিতে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এদিন শুভেন্দুকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখাল তৃণমূল সমর্থকরা। শুক্রবার সকালে তৃণমূল কর্মী-সমর্থকরা প্রচার চালাচ্ছিল। সেই সময় শুভেন্দুও বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে পুরভোটের প্রচারে নামেন। রাস্তার একদিকে তৃণমূলের কর্মী-সমর্থকরা পতাকা হাতে শুভেন্দুকে ঘিরে কটূক্তি করতে থাকে। পাল্টা বিজেপি কর্মী-সমর্থকেরাও স্লোগান দিতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
পুরভোটের দিন যত এগিয়ে আসছে, ততই সরগরম হচ্ছে কাঁথি শহর। শুক্রবার কাঁথি পুরসভা ৬ নম্বর ওয়ার্ডের কাজিপুর এলাকায় বিরোধী দলনেতা নির্বাচনী প্রচার করার সময় তৃণমূল-কংগ্রেস সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা। কাঁথি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বৃহস্পতিবারও কাঁথি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে ভোটের প্রচারে যান শুভেন্দু। সেখানে তৃণমূল এবং বিজেপির প্রচারমঞ্চ ছিল প্রায় পাশাপাশি।
বিজেপির মঞ্চে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা সেরে গাড়িতে ওঠার সময় শুভেন্দুকে ঘিরে একদল তৃণমূল সমর্থক বিক্ষোভ দেখায়। ঘনঘন তৃণমূল নেত্রীর নামে স্লোগান ওঠে। তৃণমূল কর্মীদের মুখে ‘শুভেন্দু চোর’ স্লোগানও শোনা যায়৷ পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেয় বিজেপি কর্মীরা। শুভেন্দু অবশ্য দলীয় কর্মীদের দ্রুত থামিয়ে দেন।
Be the first to comment