কোভিড সংক্রান্ত বিধিনিষেধের সুফল। বাংলায় ধীরে ধীরে কমছে করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত তিনশোরও কম। কমেছে প্রাণহানিও। একদিনে বাংলায় নতুন করে কোভিড পজিটিভ ২৮১ জন, মৃত্যু হয়েছে ১২ জনের।
শুক্রবার এই সংখ্যা ছিল ১৩। অনেকটা কমেছে পজিটিভিটি রেট। এই মুহূর্তে তা ০.৭৯ শতাংশ। গতকালও যা ছিল ০.৯০ শতাংশ। সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। তবে উত্তর ২৪ পরগনায় কোভিড সংক্রমণের হার বাড়ছে। স্বস্তির মাঝে সেটাই কাঁটা হয়ে দাঁড়াচ্ছে।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩৫,৫৯১টি, যার মধ্যে মাত্র ০.৭৯ শতাংশ। একদিনে সুস্থ হয়ে উঠছেন ১৩৫৭ জন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ১৯, ৮৫, ৩০৮। অনেকটা কমেছে অ্য়াকটিভ করোনা রোগীর সংখ্যা। একদিনে হাজার খানেক কমে এই মুহূর্তে তা ৬৬৪৮। রাজ্যে মহমারীর কবল থেকে সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ।
Be the first to comment