আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘিরে ক্রমশ রহস্য বাড়ছে। শুক্রবার গভীর রাতে পুলিসের পোশাকে কারা এসেছিল আনিসের বাড়িতে? তাঁরা কি আদৌ পুলিশ? আনিসের মোবাইলের কোনও হদিশ নেই। সেটাই বা কোথায়?
আনিসের বন্ধুদের দাবি, বেশ কয়েকদিন ধরেই তাঁকে খুনের হুমকি দেওয়া হচ্ছিল। পুলিশকে চিঠি লিখে সেই কথাও জানায় আলিয়া বিশ্ববিদ্য়ালয়ের ছাত্রনেতা। অভিযোগ, পুলিসের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি।
আনিসের বাবা সালিম খানের দাবি, শুক্রবার রাতে বাড়িতে আসা অজ্ঞাত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশের পোশাকে ছিল। তার হাতে বন্দুক ছিল। বাকি তিনজন সিভিক পুলিসের পোশাকে ছিল। তাঁর অভিযোগ, চারতলা থেকে আনিসকে মারতে মারতে তিন তলায় নিয়ে যায় আততায়ীরা। সেখান থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।
Be the first to comment