রাজ্য মন্ত্রিসভার সুপারিশ পেয়ে বিধানসভার অধিবেশন ডাকার ছাড়পত্র দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। মঙ্গেলবার টুইট করে তা জানিয়ে দেন রাজ্যপাল। এর আগে মন্ত্রিসভার সুপারিশ ছাড়াই বিধানসভার অধিবেশন ডাকার জন্য মুখ্যমন্ত্রী ফাইল পাঠিয়েছিলেন রাজ্যপালের কাছে। কিন্তু সংবিধানের পরিপন্থী বলে মুখ্যমন্ত্রীর সেই ফাইল ফেরত পাঠিয়ে দেন রাজ্যপাল। তাঁর যুক্তি ছিল মন্ত্রিসভার সুপারিশ না থাকলে রাজ্যপাল বিধানসভার অধিবেশন ডাকার কথা বলতে পারেন না।
মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। বিধানসভা অধিবেশন ডাকার জন্য সুপারিশ করে মন্ত্রিসভা। সেই সুপারিশ পাঠিয়ে দেওয়া হয় রাজভবনে। পরে নবান্নে সাংবাদিক বৈঠকে ফের রাজ্যপালকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যপাল সব কাজে বাধা দিচ্ছেন। ফাইল আটকে রাখা হচ্ছে। আমরা আজ বিধানসভার অধিবেশন ডাকা নিয়ে মন্ত্রিসভায় সুপারিশ করেছি। তা রাজভবনে পাঠিয়েও দিয়েছি।
এদিন রাজ্য মন্ত্রিসভার সুপারিশের ভিত্তিতে রাজ্যপাল বিধানসভার অধিবেশন ডাকার ছাড়পত্র দেন। ১২ মার্চ শুরু হবে ওই অধিবেশন। এদিন অর্থবিলেও সম্মতি দিয়েছেন ধনখড়।
Be the first to comment