অবশেষে স্বস্তি। সিঙ্গুর মামলায় মন্ত্রী বেচারাম মান্না সহ ৩১ জনকে বেকসুর খালাস করল আদালত। মোট ৬৮টি মামলা থেকে মুক্তি মিলল তাঁদের।
ঘটনার সূত্রপাত ২০০৬ সালে। সেই সময় সিঙ্গুরে টাটা গোষ্ঠীর গাড়ির কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণ শুরু করেছিল তৎকালীন বাম সরকার। তার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলন বৃহত্তর আকার নেয়। তাতে শামিল হয়েছিলেন বেচারাম মান্না-সহ অনেকে। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগে দায়ের হয়েছিল মামলা।
রাজ্যে ক্ষমতায় এসেই প্রথম ক্যাবিনেট বৈঠকে বর্তমান শাসক দল সেই সব মামলা তোলার আশ্বাস দিয়েছিল। এত দিনে কিছু মামলা প্রত্যাহার করা হলেও সব হয়নি। বিধাননগরে সাংসদ-বিধায়কদের জন্য তৈরি বিশেষ আদালতে এখনও চলছিল সেই মামলা।
বুধবার সিঙ্গুরের ঘটনার যাবতীয় মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হল বেচারামা মান্না-সহ মোট ৩১ জনকে। বেকসুর খালাস হয়েই বাম সরকারের বিরুদ্ধেই অভিযোগ করেন তাঁরা।
Be the first to comment